ভয় ও সাহসের গুনাগুন
ভয় ও সাহসের পার্থক্য
Attributes of fear and courage
ভয় মানুষকে ধার্মিক করে তোলে আর সৎ সাহস মানুষকে মানবিক করে তোলে।
তাই মানুষের উচিৎ ভয়কে জয় করে সৎ ও সাহসী মানুষ হয়ে ওঠা। মানুষ মানবিক হলে ধর্মের মধ্যে খাপটি মেরে থাকা অন্ধকারের নাগপাশ থেকে মুক্তি পাবে। ফলে প্রাতিষ্ঠানিক ধর্মের অশুভ দিক নিশ্চিহ্ন হবে।
সুতরাং ধার্মিক নয়, মানুষকে মানবিক হতে হবে সবার আগে। আর তাহলেই মানুষকে আর ধার্মিক সাজতে হবে না।
মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা জন্তুকে নিয়ন্ত্রণ করার জন্যেই ধর্মমতের আবির্ভাব। আমজনতা যখন এই ধরনের কোন ধর্ম মতে প্রতি আকৃষ্ট হন তখনই রাজনীতিক ও ধর্মব্যবসায়ীরা এর নিয়ন্ত্রণ নিয়ে নেন। এবং তাদেরই প্রচেষ্টায় ধর্মের মধ্যে ঢুকতে থাকে অন্ধত্ব। একটার পর একটা অলৌকিক ভাবনার অনুপ্রবেশ ঘটিয়ে তাকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে বের করে দেন। এবং নিজেদেরকে সেই অলৌকিক শক্তির একজন শক্তিশালী মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন।
মূল কথা হলো এভাবে তারা একটি ধর্মমতকে নিজেদের ক্ষমতায়নের হাতিয়ারে পরিণত করে। সাধারণ মানুষ কবে কবে এবং কিভাবে প্রকৃত ধর্ম থেকে চুত হয়ে একটি প্রাতিষ্ঠানিক ধর্মের হাড়ি কাঠে গলা ঢুকিয়ে নিজেকে অসহায় করে ফেলে তা সে নিজেই বুঝতে পারে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন