বিজেপি কেন এবং কীভাবে একের অধিকবার ক্ষমতার ফিরেছে?
বিজেপি সহ আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ও তার নীতি নির্ধারকদের মনে রাখতে হবে, দেশে লেখাপড়া জানা ‘অশিক্ষিত’ মানুষ যেমন প্রচুর আছেন, তেমনই লেখাপড়া বিশেষ জানেন না, এমন ‘শিক্ষিত’ মানুষও আছেন অগণিত।
অর্থাৎ দেশে লেখাপড়া জানা এবং না-জানা ‘অশিক্ষিত’ মানুষ যেমন আছেন, তেমনই লেখাপড়া বিশেষ না-জানা এবং জানা ‘শিক্ষিত’ মানুষও আছেন।
এবং এই দ্বিতীয় গোষ্ঠীর মানুষের সংখ্যা মোটেও কম নয়, বরং তারাই সংখ্যায় বেশি।
এই মানুষেরা বোঝেন জাত ধর্ম নয়, মানুষের একমাত্র এবং সবচেয়ে বড় পরিচয় তারা প্রত্যেকেই মানুষ এবং একই সৃষ্টিকর্তার সৃষ্টি। জাত ধর্ম তার নয়, মানুষের সৃষ্টি।
তারা যে এটা জানেন এবং বোঝেন তার বড় প্রমাণ দেশের ৩৫ -৩৭ শতাংশ মানুষ কেবল বিজেপির ধর্মের রাজনীতিকে সমর্থন করেন।
এই পরিস্থিতি সত্বেও বিজেপি জিতছে। কেন? আসলে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থার গলদের কারণে তারা বারবার ক্ষমতায় ফিরেছেন। আমেরিকা বা তুরস্কের মত নির্বাচন ব্যবস্থা হলে তারা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরত না।
তবে এবার ফেরা অনেক কঠিন।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন