শিক্ষা সম্পর্কে আলী হোসেন
শিক্ষার আর এক নাম আলো। আলো যত উজ্জ্বল হয়, অন্ধকার ততো মুছে যায়। তাই, প্রকৃত শিক্ষার আলো যত উজ্জ্বল হবে, সমাজ থেকে উঁচুনিচু, জাতপাত, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ, নারী পুরুষের বৈষম্য ইত্যাদির মত অন্ধকার (অসুস্থ ভাবনা চিন্তা) তত মুছে যায়।
তাই সমাজ পরিবর্তনের জন্য দরকার প্রকৃত শিক্ষার প্রসার ঘটানো। আর এ কারণেই বলা হয় :
শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন