ভোট বা নির্বাচনের উদ্দেশ্য কী?
আলী হোসেন
এক কথায়, ভোট বা নির্বাচনের উদ্দেশ্য হল, দেশে পরবর্তী পাঁচ বছরের জন্য শাসক নির্বাচন করা। এখন এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক হিসাবে জনগণ কাকে, কেন, কীভাবে এবং কিসের ভিত্তিতে নির্বাচন করবেন - এপ্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরী বিষয়। এই প্রশ্নের সদুত্তর জানা না থাকলে, জনগণের কাছে আধুনিক ভোট বা নির্বাচন ব্যবস্থা অর্থহীন হয়ে দাঁড়ায়।নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী :
তাই, এই নির্বাচন উপলক্ষে আগামীতে কোন্ দল কোন্ কোন্ পরিকল্পনার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আরও ভালোভাবে সমাজে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পরিবেশ তৈরি করতে পারবে, তার খতিয়ান মানুষের কাছে উপস্থাপন করার কথা। এটাই রাজনৈতিক দলগুলোর প্রাথমিক দায়িত্ব।
আসলে এগুলোই আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি এবং তা মেনেই প্রত্যেকটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলকে কাজ করতে হয়। এগুলো বাদ দিলে দেশ আধুনিক ও গণতান্ত্রিক - এ দাবি করা যায় না। বাদ দিলে, তার অর্থ দাঁড়ায়, দেশ মধ্যযুগীয়, কিংবা প্রাচীনযুগীয় মানসিকতা নিয়ে এগোতে চাইছে। বলা বাহুল্য, পিছন দিকে হাঁটলে, মানুষ এগোতে পারে না; পিছিয়েই যায়। ভোটে অংশ নেওয়ার আগে এই ভাবনাও মানুষের কাছে পৌঁছে দেওয়া রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আধুনিক ও গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিক সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলাও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ।
এ বিষয়ে বিস্তারিত পড়ুন 👇 এখানে।
--------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন