Bhabani Sankar Chatterjee হয় তো তা-ই। হয়তো আসবে না। সত্যি কী হবে, সময়ই বলে দেবে সে প্রশ্নের উত্তর।
তবে, মানুষ যে রায় দিয়েছে, তাকে সম্মান না জানানোর কোনও কারণ দেখছি না। এর চেয়ে বেশি ভালো কোনো বিকল্প যদি কোনো দিন কোন দল হয়ে উঠতে পারে, নিশ্চয়ই সেদিন মানুষ তার মত পাল্টাবে।
আপাততঃ সে বিকল্প নেই। হয়ে উঠতে পারেনি অন্যকোন রাজনৈতিক দলও। বামপন্থীরা যে পারবে না, তা আব্বাস-সিদ্দিকীর সঙ্গে জোট করার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে ওঠে। এ সিদ্ধান্ত বামপন্থীদের (বামপন্থার নয়) দেউলিয়াপনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল।
বিগত লোকসভার ভোটের সময় নিজের ভোটারদের নিজেদের কাছে ধরে রাখার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করে নি। কেন করে নি তা বিস্তারিত বলার পরিসর এখানে নেই। কিন্তু সেটা ভুল ছিল সেটা প্রমাণিত সত্য। আত্মসমালোচনা ও সেখান থেকে বের হওয়ার পথ এখনও পায় নি বামপন্থীরা।
দ্বিতীয়ত, জাত-ধর্মের বিভেদ সৃষ্টিকারী কোন শক্তিকে মানতে খুবই কষ্ট হয়। পারিনা। পারিনা তাদের আর্থিক নীতির কারণেও।
সুতরাং আনন্দিত না হলেও খুশি না হওয়ার কারণ দেখছি না।
তাছাড়া, কোন লজেনচুস বা রাজভোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবি না। ভাবি শুধু মানুষের ভালো। এটা ছাড়া আর সব কিছুই আমার কাছে মূল্যহীন। আমি বিশ্বাস করি মানুষ ভালো থাকলেই আমিও ভালো থাকবো। আমি একা একা ভালো থাকতে পারি না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন