প্রকৃত ধর্ম বোঝার উপায়
A-Way-of-Understanding Religion
ধর্মকে বুঝতে হলে শুধু ধর্মশাস্ত্র পড়লেই হবে না। সঙ্গে আধুনিক শিক্ষাও লাভ করতে হবে। কারণ, ধর্মের নামে প্রচুর আগাছার জন্ম দিয়েছে কিছু ধর্মব্যবসায়ী, যারা নির্দিষ্ট কিছু রাষ্ট্রনেতার পৃষ্ঠপোষকতাও পেয়ে আসছে যুগ যুগ ধরে, সেসব সরিয়ে প্রকৃত ধর্মকে উপলব্ধি করতে এটা অত্যন্ত জরুরী।
কারণ, কোনই ইজম বা মতবাদের প্রচারক ও পৃষ্ঠপোষকরাকরা কখনো নিজেই নিজের ইজম বা মতবাদকে সমালোচনা করেনা। বলা ভালো, করতে পারেনা। তার দুর্বলতা খুঁজে বের করতে পারে একমাত্র বিপক্ষের ইজম বা মতবাদ। আধুনিক শিক্ষা সেই কাজটা সুচারু ভাবে করতে শেখায়। কারণ, এখানে চিন্তার স্বাধীনতা আছে। বিরুদ্ধ চিন্তাকে এখানে সম্মান জানানোর রীতি-রেওয়াজ স্বীকৃত আছে। তর্কবিতর্কের মাধ্যমে তাই, প্রকৃত সত্যে পৌঁছানোর সুযোগ রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন