Tapas Das আক্রমণ দুটোকেই করতে হবে। বামপন্থীরা তাই করে। কিন্তু বামপন্থীরা কখনো বলে না যে আগে বিজেপি আসুক তারপরে দেখা যাবে।
গত ইলেকশনের সময় এরকম ভাবনা ছিল বামপন্থীদের মধ্যে। তারই খেসারত হিসেবে 40% থেকে নেমে 7 শতাংশ-এ এসেছে।
জানিনা মহ: সেলিম কী এমন বলেছেন বা আদেও বলেছেন কিনা। তবে যদি বলে থাকেন, আমার পর্যবেক্ষণ বলছে, তিনি ভুল বলেছেন। যারা বামপন্থী তারা যে সবাই বামপন্থাকে অনুসরণ করে রাজনীতি করছেন, তা অনেক সময় নাও হতে পারে। আর বড় লিডার হলেই যে তিনি ভুল করবেন না, বা ভুল করতে পারেন না, এর কোন গ্যারান্টি নেই।
তৃণমূল কংগ্রেসের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। তৃণমূল কেন, কোন দলের প্রতিই আমার কোন দুর্বলতা নেই। দুর্বলতা আছে পন্থার প্রতি। আমি বামপন্থী এবং বামপন্থা যারা অনুসরণ করে তাদেরকে সমর্থন করি। সেটা কোন দল আমার কাছে ম্যাটার করে না।
অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, গ্রাম সড়ক যোজনা চালু করেন, তখন একজন বামপন্থী হওয়া সত্বেও এই নীতিকে সমর্থন করেছিলাম।
কংগ্রেসের শুরু করা ডিজিটাল ইন্ডিয়ার প্রোগ্রাম যখন মোদি এগিয়ে নিয়ে যাবার ঘোষণা করেন, তাকেও সমর্থন করেছিলাম। কিন্তু নোট বাতিলের পরবর্তী সময় যে সিদ্ধান্ত যেভাবে নেয়া হয়েছিল, তাড়াহুড়ো করে নেয়া হয়েছিল এবং বিশেষ উদ্দেশ্যে নেওয়া হয়েছিল অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকরী করতে গেলে যেভাবে করা উচিত ছিল তা করেনি তখনও তার বিরোধিতা করতে আমি দ্বিধা করি নি।
মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের মাইনা ডিজিটাল মাধ্যমে দেয়ার ঘোষণা যখন করেছিলেন, আমার অসংখ্য বামপন্থী বন্ধু তার নানা দোষ-ত্রুটি দেখিয়ে সমালোচনা করেছিলেন। আমি একটি বামপন্থী সংগঠনের মিটিংয়ে বসে বলেছিলাম, বামপন্থীদের এই অবস্থান ভুল। আজ সেটা প্রমাণ হয়েছে। এখন প্রায় প্রত্যেকেই মাসের 1 তারিখের মধ্যে বেতনটা পাচ্ছেন। বামপন্থী বলে এই সত্যকে অস্বীকার করা বা মিথ্যা বলা যায় না।
তৃণমূল দলের মধ্যে অনেক ভুলভাল লোক আছে। সেটা অন্য দলের মধ্যেও আছে। কিন্তু দলের ঘোষিত নীতি মোটেই বিজেপির মত ভয়ঙ্কর নয়।
তৃণমূল বামপন্থী নয়, তাই তাকে সমর্থন করার প্রশ্নই আসে না। কিন্তু বর্তমান সরকার বর্তমান পরিস্থিতিতে যে নীতি গ্রহণ করছে তা বামপন্থাই নামান্তর।
আমার এই অবস্থানের কারণে আপনি যদি আমাকে বলেন আমি তৃণমূলের প্রতি দুর্বল, একান্তই সেটা আপনার ভাবনা। আমি আমার অবস্থান সব সময় পরিষ্কার রাখি। আমি দায়িত্ব নিয়ে বলি, রেখে ঢেকে বলিনা। আমার চোখে বিজেপির থেকে তৃণমূল অনেক ভালো। এবং তৃণমূলের চেয়ে অনেক অনেক ভাল বামপন্থীরা, কারণ, বামপন্থীদের মধ্যে প্রকৃত শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি।
আমার এই ভাবনার বাইরে যদি বামপন্থীরা ভাবেন, আমার ধারণা আগামী দিনে বামপন্থীরা আরো ক্ষতিগ্রস্ত হবে, এবং বিজেপি আরো শক্তিশালী হবে। আমি চাই আমি ভুল প্রমাণিত হই। কিন্তু দেখবেন সময় আসলে আমার ভাবনার সারবত্তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
আমি মনেপ্রাণে চাই, বামপন্থীরাই ক্ষমতায় আসুক। কিন্তু সেটা কীভাবে আসবে, কোন পরিস্থিতিতে আসবে বা আসা সম্ভব, তা আমার আগের মন্তব্যেই পরিষ্কার করে দিয়েছি। না বুঝে থাকলে আর একবার পড়ে নিন।
দাঙ্গাবাজ মানসিকতা সব দলের সমর্থকদের মধ্যে আছে। তাদের সংখ্যা কম। কিন্তু এই অল্প সংখ্যাই ভয়ঙ্কর চেহারা নেয়, যখন সেই দলের বড় বড় লিডাররা প্রকাশ্যে সাম্প্রদায়িক বিষ ছাড়ানোর চেষ্টা করে। বিজেপি ছাড়া ভারতের কোন রাজনৈতিক দল প্রকাশ্যে সাম্প্রদায়িকতা এইভাবে ছাড়ায় না। তাই তাকে কখনোই একচুল জায়গা বামপন্থীরা অন্তত ছাড়তে পারে না। যদি ছাড়ার কথা বলে, তবে সে ওপরে ওপরে বামপন্থী ভিতরে রামপন্থী।
বামপন্থার এটাই প্রচলিত কৌশল বা নীতি যে, দুটো শত্রুকে একসঙ্গে আক্রমণ করলে তাদের কাউকেই রোখা যায় না। এক্ষেত্রে আগে প্রধান শত্রুকে আক্রমণ করতে হয়। তারপর পরিস্থিতি বদলালে কম ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আপনার রণকৌশল এর উল্টো। এই উল্টো রণকৌশল নেয়ার কারণেই বামপন্থীরা চল্লিশ থেকে নেমে 7 আর বিজেপি ঠিক তার উল্টো অবস্থানে এসে পৌঁছেছে।
প্রকৃতপক্ষে সিপিমের লড়াইটা এখন রাজ্যে ক্ষমতায় যাওয়ার জন্য নয়। পরিস্থিতি যা বলছে তা হল, এখন কোনোভাবেই তা সম্ভব নয়। তাহলে এখন তাকে লড়তে হবে দ্বিতীয় হবার লড়াই। কে সেই দ্বিতীয় পক্ষ? নিশ্চয়ই তৃণমূল নয়। দ্বিতীয় হওয়ার পক্ষে তার প্রধান শত্রু হওয়া উচিত বিজেপি। কারণ, তারাই এখন এই পজিশন দখল করে রেখেছে। তাই তার বিরুদ্ধে বামপন্থী তথা সিপিএমকে বেশি সক্রিয় হতে হবে। এই মুহূর্তে বামপন্থীরা যদি দ্বিতীয় স্থানে থাকতো, তাহলেই কেবল তাদেরকে তৃণমূল এবং বিজেপি দুটোকেই সমান গুরুত্ব দিয়ে আক্রমণে নামতে হতো।
তাছাড়া নীতিগতভাবে, তৃণমূলের চেয়ে বিজেপি বামপন্থীদের বড় শত্রু। অন্যদিকে তৃণমূল-বিজেপির মধ্যে নীতিগত তেমন পার্থক্য নেই, কৌশলগত পার্থক্য আছে। তাই তারা মুখে যে লড়াই করুক না কেন, ভিতরে ভিতরে কিছুটা হলেও তাদের মধ্যে সখ্যতা আছে। তাই এই দ্বিমুখী আক্রমণের সামনে দাঁড়িয়ে বিশেষ রণকৌশল অবলম্বন করা ছাড়া বামপন্থীদের কোন উপায় নেই। এবং সেই বিশেষ রণকৌশলটাই হচ্ছে প্রধান শত্রুকে খুজে বের করা এবং তাকেই আক্রমণ করে নিজের ভোটব্যাংকে নিজের কাছে ফিরিয়ে আনা। তারপর সেই ভোটব্যাংকে কাজে লাগিয়ে অন্য শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। যে রণকৌশল নিজের ভোটব্যাঙ্ক অন্যের হাতে তুলে দেয়, সেই রণকৌশল ব্যর্থ হতে বাধ্য।
এপ্রসঙ্গে তৃণমূল-বিজেপি জোটের কথা ভেবে দেখুন। জোট করা সত্বেও একরত্তি জমি ছাড়ে নি তারা। কারণ, তলায় তলায় চোরা স্রোত তৈরি হতে দেয় নি। তাই তৃণমূল জমি হারায় নি। অন্যদিকে বামপন্থীরা বিজেপির সঙ্গে জোট করেনি। অথচ তলায় তলায় চোরাস্রোতকে প্রশ্রয় দেয়ার কারণে এবং ভুল রণকৌশলের কারণে (যা এখন আপনি বলছেন) বিরোধীদলের তকমাটাও হারিয়ে ফেলেছে। সম্পূর্ণ সিপিএমের ভুল রণকৌশলের কারণে এই অবস্থা তৈরি হয়েছে।
অপেক্ষা করুন মিলিয়ে নেবেন আমার মতামত কতটা অর্থহীন অথবা তাৎপর্যপূর্ণ।
ভাল থাকুন সুস্থ থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন