এত অর্থহীন ও আবেগি পোস্ট করো কেন বাবা?
এদেশের সব নাগরিকই তো নিজের দেশ ছাড়া অন্য কোন দেশকে আপন ভাবে না। অন্য কোন দেশের নাগরিক ও তো নয়।
তাহলে কাকে বেরিয়ে যেতে বলছ? বললেও তো কেউ যাবে না। কারণ কেউ তো নিজের দেশকে ছাড়া অন্য দেশকে ভালোবাসে না। কেনইবা বাসবে? তাতে কি তার কোনো লাভ আছে?
যেমন ধরো কেউ কেউ আমেরিকার অর্থনীতি ( ধণতন্ত্র) কে পছন্দ করে। আবার কেউ কেউ চীনের অর্থনীতি ( সমাজতন্ত্র) কে পছন্দ করে। এর মানে কি এই যে, যারা ধনতন্ত্রে বিশ্বাস করে তারা আমেরিকার দালাল আর যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা চিনের দালাল?
না, মোটেই তা নয়। এভাবে ভাগ করার অর্থ দাঁড়ায় যে, যিনি ভাগ করছেন, তিনি শিক্ষিত নন। যাদেরকে চিনের দালাল বলা হয় সোশ্যাল মিডিয়ায়, তারা আসলে চীন দেশ কে নয়, চীনের অর্থনীতির প্রশংসা করে।
তোমার প্রোফাইলে দেখলাম তুমি ইতিহাসের ছাত্র। অনুরোধ রইল ইতিহাসটা ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো এবং অবশ্যই শুধুমাত্র পাঠ্য বইয়ের উপরে বা সিলেবাস-এর উপরে নিজেকে সীমাবদ্ধ রেখো না। তাহলেই বুঝতে পারবে আমার কথাগুলো।
ভালো থেকো, মানুষের পাশে থেকো, ভালোবাসা নিও।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন