নিরক্ষরতা নয়, অশিক্ষাই পুঁজিবাদের আসল পুঁজি। তাই পরিকল্পনা করেই অন্ধবিশ্বাস ও ধর্মান্ধতা ঢোকাচ্ছে সরকার, গরীব-মধ্যবিত্তের মধ্যে।
---------------------------------------------------------
Goutam Ray হ্যাঁ, আপনি আপনার মত করে ব্যাখ্যা করে নিতেই পারেন। কিন্তু আমি সে কথা ভাবছি কিনা বা বলছি কিনা তার পুরোটা তো কেবল আমিই জানি।
আচ্ছা আপনি কথায় কথায় এত রেগে উঠেন কেন? সবকিছুকে এত নেগেটিভ সেন্সে নেন কেন? সবাইকে এত সন্দেহের চোখে দেখেন কেন?
এত ধৈর্য হারাতে হয়? আপনি আমার কথা বুঝতে পারেনি বুঝতে পেরেছি। কিন্তু সেটা জিজ্ঞেস করলেই পারতেন যে আপনার কথা বুঝতে পারিনি। একটু বুঝিয়ে বলুন। যেমন আমি বলেছিলাম আপনার মন্তব্য পড়ে।
আসলে আপনার কিছু সমস্যা আছে। কথায় কথায় মানুষকে ছোট করার একটা প্রবণতা আছে মনে হয়। থাকতেই পারে। কিন্তু আপনার জানা বোঝা উচিত যে, আপনি কাউকে ছোট করতে চাইলেই সে ছোট হয়ে যাবেনা।
মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষের সাথে থাকা, কথাগুলোর মানে আপনি বোঝেন না, সেটা আমি জানতাম না। এই না জানাটা হয়তো আমার দুর্বলতা। কারণ, আপনাকে এতদিনেও ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু..... কিন্তু আপনি যে ওই কথাটার মানে জানেন না বা একটা শব্দের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা যায়, তা আপনি জানেন না, এটা পরিস্কার হয়ে গেল । আচ্ছা আপনার এই না জানাটাকে কী বলব?
যা বলা যায়, তা বলতে পারি কিন্তু বলবো না। তাতে আপনাকে ছোট করা হবে। একজন মানুষ আরেকজন মানুষকে ছোট করতে পারেন না। তাই আমিও পারবো না। অথচ আপনি অবলীলায় সেটা করে চলেছেন। আবার আমাকেই বলছেন নোংরা মন। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
এবার আসুন, মানুষের সঙ্গে থাকুন বলতে আমি কী বুঝিয়েছি তা আপনাকে বুঝিয়ে দিই। আমি বলেছি, এবং আমি প্রায়ই বলি, মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন - এই কথাগুলো। এ কথাগুলো দিয়ে আমি বোঝাতে চাই যে, মানুষ হয়ে আপনি মানুষের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিন।
মাফ করবেন, আপনার এই না বুঝতে পারাটা জেনে হাসি চেপে রাখতে পারছিনা।😀😀
তবে আবার ভেবে বসবেন না যে ওই হাসির মধ্যে অবজ্ঞা আছে। ওটাও আমি প্রকাশ করতে পারিনা কারো সম্পর্কে। এই এই হাসির মধ্যে ভালোবাসা আছে। আপনি ভালো না বাসিতেই পারেন, তাই বলিয়া আমি ভালো না বাসিব কেন?😀♥️♥️♥️♥️♥️
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন