[6/24, 5:32 PM] Narayan: জনাব আলী সাহেব, 3idiot সিনেমাতেও তো মনে হয় এমন কথাই বলা হয়েছে।
SSM যেদিন থেকে চালু হয়েছে এ কথাই বলে আসছে।
দেশে সকল একই বয়সের শিশুর একই রকম বই বা সিলেবাস অনুসরণ করা উচিৎ ,তা কি হয়?
এটা খালি শিক্ষকদের শোনলে হবে না ,বেশি করে অভিভাবকদের শোনাতে হবে।
আমার মনে হয় এটা fbএর পক্ষে উপযুক্ত 'খাদ্য'।
[6/24, 6:21 PM] Ali Hossain: আলীর সঙ্গে 'জনাব' আর 'সাহেব' জুড়তে হল কেন? তুমি না বলেছিলে এটা ন্যাকামির জায়গা না!!!
প্রসঙ্গত বলি, আমিও তা-ই ভাবি। এবং মেনে চলি। আর মনে হয়, সবারই সেটা মেনে চলাই উচিৎ।
আমার নামের সঙ্গে কেউ এই ধরণের শব্দ জুড়লে আমার মনে হয় তিনি আমার সঙ্গে ন্যাকামি করছেন।
কারণ মানুষকে বিশেষ বিশেষ শব্দ বা বিশেষণ বসিয়ে সম্মোধন করাটা আমি পছন্দ করি না। আমি আমার নিজের নামের আগে মোহাম্মদ বসাই না। অন্যের নামে আগেও মোহাম্মদ বা শ্রী বসাই না। কোন জাতিগত বা সম্প্রদায়গত পরিচয় বহনকারী শব্দে আমার এলার্জি আছে। কারণ আমি সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। এটা তোমার বোধ হয় অজানা নয়।
সম্ভবত তোমার সামনেই একদিন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষককে মহাশয়কে আমার অপছন্দের কথা জানিয়েছিলাম। এবং অসন্তোষ প্রকাশ করেছিলাম। তারপর থেকে তিনি কোন দিন এটা আর ব্যবহার করেনি।
যাই হোক, আশা করি কথাগুলো মনে রাখবে।
এবার তোমার মতামতের কথায় আসি।
১) সিনেমা ও এস এস এম বিষয়ে আমি একমত তোমার সঙ্গে।
২) কিন্তু শিক্ষক এবং অভিভাবকদের সোনার বিষয় আমি একমত হতে পারছিনা। কারণ নাটক ও তার বিষয়বস্তু অভিভাবকদের উদ্দেশ্য করে তৈরী নয়। শিক্ষকদের মূল্যায়ন এর পদ্ধতি এবং তারা যে শিক্ষা পদ্ধতি অনুসরণ করেন তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। তাই এটা একান্তই শিক্ষকদের বিষয়। নাটকটা আর একবার দেখার অনুরোধ রাখছি।
অভিভাবকদের শোনাতে চাইলে আপত্তি নেই। সকলেই শুনতে পারেন, দেখতে পারেন।
৩) ফেসবুকের উপযুক্ত খাদ্য এই কথাটার কেন বলা হলো বুঝলাম না। যদি তোমার মনে হয়, তাহলে দিয়ে দাও। ফেসবুকে দিতে তো আপত্তির কথা আমার বক্তব্যের মধ্যে নেই। তাই না?
আমার ব্যক্তিগতভাবে নাটকটা থেকে শিক্ষকদের ও শিক্ষার সঙ্গে যুক্ত সকল মহলের শিক্ষা নেয়ার আছে বলে মনে হয়েছে। আর ভালো তো লেগেছেই। তাই এখানে দেয়া।
উৎস: বিএসভি অফিশিয়াল। আমার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন