ভারতের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার 'স্বর্ণযুগ'। আমরা নিশ্চিন্তে নিদ্রান্তের হাই তুলছি।
ভুলে যাচ্ছি, ধনতান্ত্রিকদের কাছে, ধর্মীয়-ফ্যাসিবাদের কাছে, মানুষের ধর্মপরিচয়টা মানুষকে বিভাজিত করে রাজনৈতিক ও আর্থিক সুবিধা কুক্ষিগত করার একটা কৌশলমাত্র। এই পরিচয় আপনার সবসময় (পড়ুন কখনোই) সত্যিকারের সুরক্ষা দেবে না। ইতিহাসে এর অসংখ্য উদাহরণ আছে।
প্রাসঙ্গিক আরো লেখা এখানে
–-----------------------------------------
Tapas Das আপনি তো পুরোদস্তুর রাজনীতিক দেখছি। দুঃখিত ভাই, আমি রাজনীতিক নই। আমি একজন সচেতন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী একজন সাধারণ নাগরিক। এবং বামপন্থী বলে কোন রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করেও নেই। তাই রাজনৈতিক নেতাদের মত সত্যকে চেপে যাওয়া কিংবা মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টার কোন দায় ও আমার নেই।
তাই আপনার এই অপ্রাসঙ্গিক মন্তব্য বিষয়ে আলোচনা করার আমার কোন দায়বদ্ধতা নেই। কারণ, কোনো অপ্রাসঙ্গিক বিষয়ের আলোচনায় আমি ঢুকব না এটা এখন মেনে চলবে বলে ঠিক করেছি।
প্রত্যেক নিউজ চ্যানেলই কারো না কারো অনুপ্রাণিত। যেমন সিএন বিজেপির অনুপ্রাণিত। ভারতের বড় মিডিয়া হাউজগুলো প্রায় সবই বিজেপি অনুপ্রাণিত। সুতরাং এই নিয়ে মাথা ঘামাই না। মাথা ঘামাই সত্য মিথ্যা নিয়ে।
যেগুলো এখানে বলা হয়েছে সেগুলো সত্য না মিথ্যা সে বিষয়ে মতামত দিন।
আবার বলছি , এখন থেকে ঠিক করেছি আমার প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক মন্তব্য ছাড়া অন্য মন্তব্যগুলোর উত্তর না দেয়ার চেষ্টা করব। কারণ এতে অহেতুক সময় নষ্ট হয়।
আমার পোষ্টের মূল বক্তব্য চাপা পড়ে যায়। তাই এবার থেকে আপনাকে অপেক্ষাই করব। প্রাসঙ্গিক হলে উত্তর দেব। না হলে এড়িয়ে যাব।
সবশেষে অনুরোধ রইল প্রাসঙ্গিক কথা বলবেন। অহেতুক কথা বলে বা শুধুমাত্র তর্কের জন্য তর্ক করে সময় নষ্ট করবেন না। তাতে আপনার ও লাভ আমারও সুবিধা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দরকারই মানুষের পাশে থাকুন।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন