Bhabani Sankar Chatterjee নিশ্চয়ই এক নয়। কিন্তু ঘটনার প্রক্রিয়া ও পরিণতি দেখলে বোঝা যায় পার্থক্যটা শুধু নামেই। কারণ, ডিটেনশন ক্যাম্পে থাকার কথা বিদেশিদের যারা অবৈধভাবে এদেশে এসেছে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে তার দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাকে তার দেশে ফেরত পাঠাতে হয়। এই প্রক্রিয়া দ্রুত শেষ করাও আর্ন্তজাতিক আইন অনুযায়ী প্রত্যেক গণতান্ত্রিক দেশের কর্তব্য।
কিন্তু এখানে যাকে দীর্ঘ দিন আটকে রাখা হয়েছে সে এদেশেরই নাগরিক। সে অপরাধ করলে কেবল জেলেই থাকার কথা বিচার শেষে। এবং বিচার চলাকালীন জামিনে কিংবা জেল হাজতে থাকার কথা তার। ডিটেশন ক্যাম্পে নয়!!
কিন্তু বাংলা ভাষায় কথা বলার কারণে যদি কোন দেশীয় নাগরিককে দুবছর আটকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে তাহলে কোন যুক্তিতে তাকে আর ডিটেনশন ক্যাম্প বলা যায় বলুন? এতো বিনা অপরাধে হাজতবাস। কারণ, দেশের মানুষকে তো ডিটেনশন ক্যাম্পে থাকার কথা নয়। অপরাধ করলে জেল হাজতে থাকার কথা তার। (আর ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বিদেশিদের।)
সুতরাং নাম ডিটেনশন ক্যাম্প হলেও তাকে ব্যবহার করা হচ্ছে জেলের মত করেই। তাও আবার বিনা অপরাধে।
এবং সেদিক থেকে দেখলে ডিটেনশন ক্যাম্পের সঙ্গে জেলের পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে জেল আর সংশোধনাগারের মধ্যে পার্থক্য যেটুকু, সেটুকুই। কি বলেন?😀😀
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন