Prosenjit Roy Chowdhury সাথি, Ranjankanti Bhattacharjee ইতিহাস বিকৃত করেন নি বা বিকৃত ইতিহাস তিনি বলছেনও না। ইতিহাসের বাম-ডান হয় না। হয় সত্য-মিথ্যা। বামপন্থীরা সত্য ইতিহাসের চর্চা করেন এই যা। কিন্তু বিজেপি ও তার আইটি সেল ইতিহাস বিকৃত করে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তা প্রচার করে। তারই বিরোধিতা করেছেন এবং সত্য ইতিহাসটাই তুলে ধরেছেন উনি।
এক কাজ করুন। রাজনীতি-নিরপেক্ষ ও আন্তর্জাতিক স্বীকৃতি আছে এমন আধুনিক গবেষকদের বই কিংবা তাঁদের লেখা উদ্ধৃত করে প্রমাণ করুন যে, রঞ্জন বাবুর তথ্য ভুল। শুধু শুধু একতরফা ইতিহাসের ভিত্তিতে মন্তব্য করে কোনো লাভ নেই। আর ওনার বক্তব্যের সমর্থনে একাধিক ব্যক্তির গবেষণা লব্ধ বইয়ের নাম আমার ওয়ালে খুঁজলেই পেয়ে যাবেন।
একতরফা বলছি এই কারণে যে, ইতিহাসের পাতার একটা পিঠ দেখিয়ে আপনারা দাবি করছেন এটাই আসল ইতিহাস। কিন্তু তার উল্টো পিঠটাকে বেমালুম চেপে যাচ্ছেন। উল্টো পিঠে, এদেশ থেকেও লাখ লাখ মানুষ ওই দুই দেশে যেতে বাধ্য হয়েছেন তাদের দুঃখ যন্ত্রণার কথা, তা লেখা আছে। আর লেখা আছে ওই দুই সম্প্রদায়ের (হিন্দু-মুসলিম) মানুষ নিজের স্বার্থে দেশ ভাগ চাননি। দেশভাগ চেয়েছিলেন রাজনৈতিক নেতারা ক্ষমতা ভোগের ইচ্ছাকে নিশ্চিত করতে। আর সেখানে মুসলিম লীগ ও আরএসএস তথা হিন্দু মহাসভা উভয়ে গোষ্ঠীর গুরুত্বপূর্ণ দায় ছিল। ইতিহাস বলছে, হিন্দুমহাভা গোষ্ঠীর দায়টাই বেশি।
আর মরিচঝাঁপির জন্যও দায়ী ছিল বিরোধীদের নোংরা রাজনৈতিক চক্রান্ত। গরিব মানুষের দুঃখকষ্টকে জিইয়ের রেখে তাদের নিয়ে রাজনীতি করার জন্যই এসব ঘটিয়ে থাকেন তারা।
মানবতার কথা মানে তো মানুষের জন্য কথা বলা। মানবতার তো হিন্দু-মুসলমান হয়না তাই না? তাহলে আপনার অবস্থান হওয়া উচিত ছিল যারা এদেশ থেকে ওদেশে গেছে তাদের কথাও ভাবা। আপনার ভাবনায় সে দিকটা সম্পূর্ণ অনুচ্চারিত রয়েছে। তাহলে মানবিকতার কথা আপনার মুখে বোধ হয় মানায় না।
আজ আবার যারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন একই যুক্তিতে তাদের মুখেও মানবতার কথা মানায় না। কারণ, বিদ্বেষ মানুষের মঙ্গল করে না। আজ যারা বিদ্বেষ ছড়াচ্ছেন, তা যদি আগুনে রূপান্তরিত হয়, তাতে শুধু মুসলমান বা শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন না। হবেন উভয় সম্প্রদায়ের মানুষ। এককথায় যে মানুষের জন্য আজ অশ্রু বিসর্জন করছেন, তারাই আবার নতুন করে রাজনীতিকদের ক্ষুদ্রস্বার্থ-এর যুপকাষ্ঠে বলির পাঠা হবেন।
তাই সত্যিই যদি মানুষের জন্য আপনার কষ্ট হয়, তবে আপনি যারা বিদ্বেষ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে মুখ খুলুন। যারা সম্প্রীতির কথা বলছেন, তাদের সঙ্গে কন্ঠ মেলান। তবেই মানবতা রক্ষা পাবে। তখনই আপনার মুখে মানবতার কথা মানাবে।
যাই হোক ভালো থাকুন। সাবধানে থাকুন। আর সব সময়, বিশেষ সম্প্রদায়ের নয়, মানুষের পাশে থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন