Amit Mandal আপনি কোন দেশের নাগরিক এখানে সেটা বিচার্য নয়। তার ওপর সত্য মিথ্যা নির্ভরও করে না।
আর পাকিস্তানকে নিয়ে গর্ব করার মত বিষয় এখানে উপস্থাপিতও হয় নি। যেটা বোঝানোর চেষ্টা হয়েছে তাহল সেখানকার সুপ্রিমকোর্ট একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। যেটা আগে ভাবাই যেত না। আর এই যুগোপযোগী অবস্থান ভারত আগাগোড়া নিয়ে আসছিল দুএকটি ব্যতিক্রম ছাড়া। কিন্তু এখন ভারত তার সেই ঐতিহ্য ধরে রাখতে পারছে না।
আর উপমহাদেশের কোন দেশটা করাপ্টেড নয় বলুন তো? আপনার দেশ কি মুক্ত? আমার দেশ পূর্বের সীমা অতিক্রম করেছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
আমিই বা কোথায় দাবি করলাম যে পাকিস্তান করাপ্টেড নয়? একটু ভালো করে পড়ে-বুঝে মন্তব্য করাটা বোধ হয় শিক্ষিত (শুধু লেখা পড়া জানা নয়) মানুষেরই কাজ। বলতে হবে বলেই বলে দিলাম এটা বড়ই হাস্যকর। অথবা 'যারে দেখতে নারি তার চলন বাঁকা ' বললে তো সমাজ মানবে না তাই না? আপনাদের সঙ্গে পাকিস্তানের অন্যায় অত্যাচারের কথা মাথায় রেখেই একথা বলছি। সব সময় অতীত আকড়ে বসে থাকলে চলে না। সময়ের নিরিখটাও সামনে রেখে অতীতের বিচার করাটা জরুরী। কী বলেন?😀😀
মনে রাখবেন একটা দেশ নিজে নিজে চলে না। তা চালায় সরকার তথা একটি বিশেষ রাজনৈতিক দল বা জোট। এই দল বা জোট ক্ষমতাচ্যুত হলেই দেশের চরিত্র পাল্টে যায়। এমনকি সংবিধান পর্যন্ত পাল্টে যেতে পারে। যেমন ভারতের চরিত্র অনেকটাই পাল্টে গেছে। আপনার দেশের ক্ষেত্রেও তাই হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন বুঝতে পারবেন।
সুতরাং এখনকার বিষয়কে এখনকার নিরিখে বিচার করুন দেখবেন আপনার বক্তব্যে অসম্পূর্ণতা বা অসারতা প্রকাশ পাচ্ছে।
যাই হোক ভালো থাকুন। সুস্থ থাকুন। আর মানুষের পাশে থাকুন। শুভ সকাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন