Bhabani Sankar Chatterjee ওটা আপনার ভাবনা। এবং আমার মতে সেটা ভুল। বাঙালি ভারতের মধ্যে সবচেয়ে সচেতন জাতি ছিল এবং এখনও আছে বলেই আমার বিশ্বাস। আধুনিক ভারতীয় জাতীয়তাবাদী চেতনার জন্মদাতা হচ্ছেন বাঙালি। বাংলাকে ইংরেজরা জাতীয়তাবাদের আঁতুরঘর বলতো। ভুলে গেলেন?
আপনাকে কে বলেছে যে বাংলা স্বাধীন সার্বভৌম শক্তি হতে চায়? এসব আপনাদের কষ্টকল্পনা মাত্র। এসব বলে লেখাপড়া না জানা মানুষকে বিভ্রান্ত করা গেলেও শিক্ষিত মানুষকে করা যাবেনা। জাতীয় জীবন মানে যদি হয় বিজেপির ধ্যানধারণাকে মান্যতা দেয়াকে বোঝান তবে তা ভুল। এটা জোর করে চাপাতে গেলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে যাবে। সেটা ভারতের ঐক্য ও সংহতির পক্ষে নেতিবাচক প্রভাব ফেলবে।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের জন্ম ও শক্তিবৃদ্ধির মূল ভিত্তি হচ্ছে এই যুক্তরাষ্ট্রীয় শাসনকাঠামো। হ্যা, আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথাই বলছি। আপনি হয় তো জানেন, অথবা জানেন না যে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের আলাদা পতাকা ও সংবিধান আছে। আর এটাই তাদের শক্তির প্রধান উৎস। বিজেপি এটাকেই ভাঙতে চাইছে। চারিদিকে এত অস্থিরতার এটাই মূল কারণ। এটাই ভারতের ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ারও অন্যতম কারণ। জানি আপনি আমার কথা মানবেন না। কারণ, আপনি বিজেপির সক্রিয় কর্মী ও সংগঠক। আপনার পক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়া সম্ভব নয়। মন মানলেও বাইরে আপনি তাকে স্বীকৃতি দেবেন না। তবু বললাম। মানা না মানা একেবারেই আপনার একান্ত ইচ্ছার ব্যাপার।
যাইহোক, ভালো থাকুন। মানুষের পাশে থাকুন। শুভরাত্রি।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন