Bhabani Sankar Chatterjee আপনি বোধ হয় পুরো খবরটি পড়েন নি। পুরোটা পড়ুন, দেখবেন তার কাগজপত্র সবই ছিল। না থাকলে তাকে মুক্তি দিতে বাধ্য হল কেন?
ভাষার ব্যাপারটাও মন গড়া নয়। আসামে ভাষা আন্দোলন ও বাংলা ভাষা শহীদদের কথা বোধ হয় আপনার জানা নেই। একটু খোঁজ করুন। জানতে পারবেন।
বাংলা ও বাঙালি বিদ্বেষ বহু পুরানো। বিজেপি সেটাকে উসকে দিয়ে ক্ষমতায় এসেছে আসামে। তাই পুরনো আগুন আবার জ্বলে উঠেছে। এর বিরুদ্ধে প্রত্যেক বাঙালির রুখে দাঁড়ানো উচিত। না হলে আমি আপনিও রেহাই পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে।
স্বাধীনতার সময় বাঙালিকে একবার মেরুদন্ড ভেঙে দিয়েছে হিন্দি বলয়ের নেতারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে হাত করে। অসংখ্য উদ্বাস্তু মানুষের জীবন বিপন্ন হওয়ার ইতিহাসটা একবার পড়ুন জানতে পারবেন।
ভারতীয় রাজনীতিতে বাঙালির যে অবদান ছিল এবং তাদের যে জনসংখ্যা ও আয়তন ছিল তাতে ভারতের রাজনীতির নিয়ন্ত্রক ছিল বাঙালিই। সুপরিকল্পিত ভাবে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বাঙালির সেই শক্তিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। (সবচেয়ে শক্তিশালী দুটি প্রদেশ বাংলা ও পাঞ্জাবকে ভেঙে দেওয়া হয়েছে হিসাব কষে।)
বাংলা ভাগ ও বাঙালি জাতির ইতিহাস পড়ুন জানতে পারবেন।বিজেপি সেই পুরনো খেলা আবার শুরু করেছে। বাঙালি আরও একবার ভুল করলে বাঙালি জাতটাই ভারতে বিপন্ন জনগোষ্ঠীতে পরিণত হবে। মিলিয়ে নেবেন ভবিষ্যতে।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন