Debajyoti Dey সাথি, বেশ হাস্যকর দুটো তথ্য তুলে ধরলেন। সত্যকে সহজভাবে নেয়াই কল্যাণকর। এটা প্রত্যেক মানুষের মনে রাখা উচিত। বিদ্বেষ নয় সহানুভূতি ও ইতিবাচক মনোভাব নিয়ে ভাবুন। দেখবেন সত্য উপলব্ধি সহজ হয়ে যাচ্ছে।
হাস্যকর বলছি, তার কারণ আপনি মনগড়া ও অসম্পূর্ণ তথ্য তুলে ধরেছেন।
১) আপনি বোধহয় ভুলে গেছেন দেশ ভাগ সাধারণ মানুষ চায় নি। চেয়েছিলেন ধান্দাবাজ রাজনীতির কারবারিরা। সেখানে দুই সম্প্রদায়ের রাজনীতিক ছিলেন।
২) আপনি বোধহয় এও ভুলে গেছেন যে শুধুমাত্র ওদেশ থেকে সংখ্যালঘু এদেশে আসেনি, এদেশ থেকেও প্রচুর সংখ্যালঘু ওদেশে চলে যেতে বাধ্য হয়েছিলেন।
৩) খবরটা মিথ্যাও নয়, 'বাম মানসিকতার' ফসলও নয়। প্রসঙ্গত আপনার মতামতটা যে বিজেপি মনোভাবাপন্ন তা কিন্তু পরিষ্কার।
যাই হোক, জানুয়ারির ২ তারিখের পেপার খুলুন (আজকাল কিংবা আনন্দবাজার) আর ভেতরের ছোট করে দেওয়া খবরের দিকে চোখ রাখুন দেখবেন খবরটা পিটিআই এর খবর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন