Ayesha Khatun দুঃখিত। আপনি আমার লক্ষ্যটা ধরতে পারেন নি। সাচার কমিটির তথ্যের কোনো বিরোধিতা এখানে করিনি। 😀
বোঝার চেষ্টা করেছি এই অবস্হার জন্য ঠিক কে কতটা দায়ী। সরকার না আমরা নিজেরা। এবং কেন।
তাছাড়া, টাকা দিয়ে কিনতে গেলেও একটা যোগ্যতার লেবেল লাগে। এবং টাকা দিয়ে যখন চাকরি পাওয়া যায়, তখন কে হিন্দু আর কে মুসলিম বিষয়টি গুরুত্ব হারায়। যার টাকা তার চাকরি। আমি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। দুই ও তিন নম্বরের পার্থক্য সামনে রেখে আমি প্রথম হয়েছিলাম। স্কুল কমিটি আমাকেই প্রথম অফার দিয়েছিল চাকরি নেওয়ার জন্য। আমার দেওয়ার ক্ষমতাও ছিল না, দেওয়ার ইচ্ছাও ছিল না। তাই আমার চাকরিটি হই নি। হল কার? দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারীর মধ্যে টাকা দেওয়ার লড়াইয়ে তৃতীয় জনই শেষমেশ চাকরিটা নিলেন। বলে রাখি ওই দুজনের কেউই আমার সম্প্রদায়ের ছিল না।
সুতরাং এখানে সম্প্রদায়টা কোনো ফ্যাক্টর নয়। এখানে টাকাটাই প্রধান শর্ত।
আমার পোস্টের লক্ষ্য সম্প্রদায় হিসাবে মুসলিমরা কেন পিছিযে তার উৎস বোঝার চেষ্টা।
দুর্নীতি আমার পোস্টের লক্ষ্য নয় সাথি।
যাই হোক, ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভসন্ধ্যা।
উৎস জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন