Bhabani Sankar Chatterjee 😀😀 এতো বাচ্চাদের মত কথা বললেন। কী হবে বললে? আমার জাত চলে যাবে? যে মানুষটা মানুষ ছাড়া অন্যকোন জাতধর্মে বিশ্বাস করে না তাকে আপনি বলছেন .......।
আপনি তো একজন শিক্ষক জানি। এতো হাস্যকর প্রস্তাব দিলেন? আমি সবই বলতে পারি। জয় শ্রীরামও বলতে পারি। কারণ আমি যাই বলিনা কেন সেটা কেবলই কথার কথা। বললেও কিছু হবে না। না বললেও কিছু হবে না। চাঁদমামা বললে যেমন চাঁদ মামা হয় না, ভারত মাতা বললেও তেমন ভারত আমার মা হবেনা। সুতরাং বললে কিছুই যায় আসে না। (আমার মা যেমন একজনই, তেমনি অপনারও তা-ই)। দেশকে মাতা বলাটা নিছকই উপমামাত্র।
পৃথিবীর কটা দেশের মানুষ দেশকে মাতা বলে সম্বোধন করে জানেন? জানেন না। এটা একান্তই ভারতীয় উপমহাদেশের একটি দেশপ্রেমের প্রকাশ সম্বলিত শ্লোগান মাত্র। তাই বললেও কিছু হয় না, না বললেও কিছু হয় না।
সারা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ দেশকে মা বলেন না, বলেন জন্মভূমি। তাতে কি তাদের দেশভক্তি নেই বলবেন?
ভুল জায়গায় টোপ দিয়েছেন। বুঝলেন কিনা?😀😀😀😀😀😀😀😀
প্রসঙ্গ জানতে এখানে ঠিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন