"বিক্ষোভ দমনের তাড়নায় রাষ্ট্রের মনে সংবিধানস্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের তফাত যেন কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে। এই মানসিকতা যদি প্রাধান্য পায়, তা হবে গণতন্ত্রের পক্ষে দুঃখের দিন।"
-- বিচারপতি অনুপ ভস্তানি ও বিচারপতি সিদ্ধার্থ মৃদুল
বিজেপি কি এসব কথা বোঝে না? না, তাদের বোঝার ইচ্ছা আছে? অথবা বলা ভালো, বোঝার দরকার আছে বলে কি তারা মনে করে? এটাই হলো লাখ টাকার প্রশ্ন।
ওরা বোঝে, শুধুই রাজনৈতিক ক্ষমতা। আর বোঝে, তা অর্জন ও ধরে রাখতে গেলে দরকার পুঁজির দালালি। কারণ, গরিবের ভোট টাকা দিয়ে সহজেই কেনা যায় - এ সত্য ওরা জানে, এবং মনে প্রাণে বিশ্বাসও করে। আর কেউ কেউ জানে, সেই টাকার যোগান দেয় পুঁজির মালিকরা। তাই তারা গণতন্ত্র বা গরিবের কথা নয়, ভাববে পুঁজির মালিকদের কথা। এবং একথা না বোঝাটা হলো মস্তবড় বোকামি। পুঁজির মালিকদের সৌভাগ্য, এই সত্যটি অধিকাংশ সাধারণ মানুষই জানেন না এবং বোঝেনও না।
২০২০-২১ (আর্থিক বছরে) করোনা অতিমারী যেখানে বিশ্বের একাধিক দেশ সহ ভারতের জিডিপি'কেও তলানিতে টেনে নামিয়ে দিয়েছে, সেখানে একই সময়ে নিজের সম্পত্তির পরিমাণ ৩.১৪ লক্ষ কোটি টাকা বাড়িয়ে নিজেকে এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। পরিসংখ্যান বলছে, গত এক বছরে আদানি গ্যাসের সম্পত্তি বেড়েছে ৩৩০%, আদানি এন্টারপ্রাইজেস-এর সম্পত্তি বেড়েছে ২৩৫% এবং আদানি ট্রান্সমিশনের সম্পত্তি বেড়েছে ২৬৩%। সম্পত্তি বৃদ্ধির দৌড়ে গৌতম আদানি পিছনে ফেলে দিয়েছেন বিদেশি ধনকুবের ওয়ারেন বাফেকেও।
অঙ্কের বিচারে মুখেশ আম্বানির সম্পত্তিও বেড়েছে বহুগুণ। বেড়েছে ৫৫ হাজার কোটি টাকা। ফলে সার্বিক ভাবে ৬.২ লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে চিনা ধনকুবের জ্যাক মা-বোং সানশান কে পিছনে ফেলে দিয়ে তিনি বর্তমানে এশিয়ার সেরা ধনী হয়েছেন।
রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া এসব হওয়া সম্ভব? সোজা কথায় সম্ভব নয়।
সুতরাং গণতন্ত্র কতটা দুঃখ পেল, কিম্বা সংবিধানস্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে তফাত কতটা ঝাপসা হল তা দেখার দায় তো বিজেপির নয়। তাদের দায়িত্ব কায়মনোবাক্যে পুঁজির বিকাশে মনোনিবেশ করা। আর তারা যে নিয়মমাফিক তা করে যাচ্ছে, তার প্রমাণ আদানি-আম্বানি সহ গুটিকতক পুঁজির কারবারির অর্থ স্বাস্থ্যের ক্রোমোন্নতি।
সুতরাং অর্থ-হীন কথা (শুনুন ধর্মাবতার) যত কম বলবেন, আপনার (দেশের!) আর্থিক অবস্থা তত উন্নততর হয়ে উঠবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন