সুপ্রিয় সাথি,
প্রথমেই অকুণ্ঠ ধন্যবাদ জানাই এত বড় একটা লেখা সময় দিয়ে পড়া ও সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে কয়েকটি প্রাসঙ্গিক কথা।
১) সরকার ট্যাব দিয়েছে। ঠিক। কিন্তু প্রশ্ন হলো কখন দিয়েছে? দিলেই হয় না, সময় মতো দিতে হয়, এবং তা ব্যবহার করে তারা পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও বিবেচনা করে প্রয়োজনীয় এবং সময় মত ব্যবস্থা নিতে হয়। কিন্তু তা করা হয় নি। তাই রাজ্য সরকার সময়মত মনোযোগী না হওয়ার কথা আমার লেখাতেই উল্লেখ করেছি।
২) দ্বিতীয়ত, অনলাইনে পড়তে গেলে একজন ছাত্র বা ছাত্রীকে টেকসেভি হতে হয় না, কিন্তু পরীক্ষা দিতে হলে টেকসেভি হতে হয়। এটা গরিব ও নিম্নবিত্ত এমনকি নিন্মম্মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের পক্ষে প্রায় অসম্ভব।
এই টেকনোলজি সম্পর্কে সম্যক ধারণা যাদের আছে তারা আমার এই মতকে অস্বীকার করতে পারবেন না।
সুতরাং অনলাইনে পড়াশোনা করা গেলে পরীক্ষাও নেওয়া যায় - এই মতের সঙ্গে একমত হতে পারছি না।
কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে কিছুটা সম্ভব হওয়ার সম্ভাবনা থাকলেও স্কুল স্তরে একেবারেই সম্ভব নয়। এই স্তরের অভিভাবকদের আর্থিক অবস্থা এর প্রধান অন্তরায়।
৩) অফলাইনে হয় তো নেওয়া যেত। কিন্তু কোনো সরকারই সেই ঝুঁকি নেবে না। কারণ, তাতে সংক্রমন বাড়ার সম্ভাবনা থেকে যাবে। যে মৃত্যু মিছিল আমরা দেখলাম, তাতে নিজেরাই ঝুকি নিতে সাহস পাই না, তো সরকার নেবে, কীভাবে আশা করবো!
যদিও এই বিষয়ে আমার লেখায় কোনও মন্তব্য আমি করি নি। কারণ, সংক্রমন বাড়ার বিষয়ে আগবাড়িয়ে ভাবার তেমন সুযোগ থাকে না। না পক্ষে, না বিপক্ষে। কিন্ত আমি পরীক্ষা নেওয়ার বিপক্ষে মত দিয়েছি ভিন্ন কারণে।
আমার ভাবনার মূল বিষয় হল : পড়ানোই যখন গেল না, তখন পরীক্ষা নেবেন কিভাবে এবং কোন যুক্তিতে? সরকার তো একপক্ষের (যারা অনলাইনে টিউশন পেয়েছে) কথা ভেবে পরীক্ষার ব্যবস্থা করতে পারেন না। এক্ষেত্রে সামগ্রিক ভাবনাকেই মাথায় রাখতে হয়। তাই অনলাইনে পড়ানো গেলেও পরীক্ষা নেওয়া যাবে না। না অনলাইনে, না অফলাইনে।
৪) সুপ্রিম কোর্ট একটা প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান। সে তো নিজে বিচার করতে পারে না। তার হয়ে একজন মানুষ কাজটা করেন। তিনিই বিচার করেন। তাই সুপ্রিম কোর্টের সম্মান, মর্যাদা যায়ই বলি না কেন, তা নির্ভর করে ওই মানুষটির চিন্তা-চেতনার মান, ভাবনার স্বচ্ছতার ও সততার ওপর। বাবরি মসজিদ সহ বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তির সততা ও স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন উঠেছে। একথা অস্বীকার করার নেই। কিন্তু, তাই বলে তার বিশেষ কিছু রায়ের ওপর ভিত্তিতে সব বিবেচনাকে বোধ হয় একই মানদণ্ডে মাপা যায় না।
বাকি কথার সাথে আমিও মোটামুটি একমত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন