আপনার Whatsapp কথার মানে বুঝতে পারছি না। কী সব আজে-বাজে কথা বলছেন। আপনার চেয়ে আমি অনেক বেশি ভারতীয়। ভারতই আমার জন্মভূমি, পাকিস্তান নয়। একথা ভুলে যাওয়ার স্পর্ধা দেখাবেন না। পাকিস্তানের সঙ্গে আমার কিসের সম্পর্ক যে তার সপক্ষে আমি কথা বলবো? আমি না সেদেশে থাকি, না সেদেশ ছেড়ে এদেশে চলে এসেছি। তাহলে কিসের টান থাকবে আর কি কারণে তার পক্ষে কথা বলবো? একাজ তো বোকারা করে। আপনার কি মনে হয় আমি তেমন ধরণের বোকা?
যারা ওদেশে থেকে এদেশে বিভিন্ন কারণে চলে এসেছেন তাদের মধ্যে সেদেশে প্রতি একটা টান থাকতে পারে। আপনি যদি এসে থাকেন, তবে আপনার মধ্যে সেটান থাকা সম্ভব। কিন্তু আমার কেন থাকবে? যুক্তি-বুদ্ধিও কি কাজ করে না আপনার মধ্যে?
দ্বিতীত, যারা সুবিধা পাওয়া কিংবা অসুবিধা দূর করার জন্য কিংবা সাম্প্রদায়িক রাজনীতিক কুমন্ত্রণায় মাতৃভূমি ত্যাগ করে অন্যদেশে চলে আসে তারা দেশভক্ত হয়ে যায় আর যারা মাতৃভূমিকে ভালোবেসে মাটি কামড়ে পড়ে থাকে তারা দেশদ্রোহী? বলিহারি আপনার বিবেচনা বোধ!
আপনি তো শিক্ষিত মানুষ। অন্তত তাইই তো দাবি করেন। তাহলে কীভাবে ভাবেন, যে একজন আপনার মতের সঙ্গে একমত না হলেই তিনি পাকিস্তানি হয়ে যাবে? আপনি জানেন না, এভাবে কাউকে অপবাদ দেওয়া যায় না। এতে তাকে অসম্মান করা হয়?
যদি বলেন পরামর্শ দিচ্ছেন। তাহলে একটা তথ্য দেই। আমরা সেই সব মানুষ ও তাদের বংশধর যারা ধর্মীয় গোঁড়ামি ও সেসংক্রান্ত চেতনাকে উপেক্ষা করেই এই দেশকে মাতৃভূমি মেনে এদেশেই থেকে গেছে। দেশ ত্যাগ করেনি। করেনি দেশকে ও দেশের মাটিকে ভালবাসে বলেই।
আপনি কি দেখেন নি কত মানুষ দেশভাগের পরপর এদেশ থেকে ওদেশে এবং ওদেশে থেকে এদেশে চলে এসেছেন। যারা এভাবে এদেশ-ওদেশ করেছেন তারা সবাই এবং শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের কারণেই একাজ করেন নি। অনেকেই করেছেন অধিকতর সুবিধা পাওয়ার বাসনায়। মনে রাখবেন আমরা সেদলে পড়ি না। দেশকে ভালবাসি বলেই এদেশে থেকে গেছি। নানা উপেক্ষা ও অসুবিধাকে উপেক্ষা করেই রয়ে গেছি। তারপরও এধরণের নোংরা অভিযোগ শুনলে নিজেকে ঠিক রাখা বা শান্ত রাখা কঠিন হয়ে দাঁড়ায়।
অনুগ্ৰহ করে আর এ ধরণের অবাঞ্ছিত প্রসঙ্গ টেনে এনে মানুষের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠবেন না। প্লিজ।
আপনি ভুলে যাচ্ছেন আমি একজন শিক্ষিত এবং শিক্ষক মানুষ। যার মেরুদন্ডটা এখনও ভেঙে যায় নি। আপনি ভুলে গেলেন আপ আপনার পছন্দের দলে যোগ দেওয়ার প্রস্তাব আপনাকে সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলাম?
আপনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ দিতে পারবেন? দ্বিতীয় পোস্টটা প্রমাণ হিসাবে দেখতে চাই। দিতে না পারলে মেসেজ করবেন না। এরপর এভাবে উত্যক্ত করলে বা অবাঞ্ছিত কথা বলে অসম্মানিত করলে বিষয়টি প্রকাশ্যে আনবো। এবং লিগ্যাল পথে হাঁটবো।
আর হ্যা, এসব জুজু আমাকে দেখাবেন না। শুধু শুধু সময় নষ্ট হবে। আপনার কাছ থেকে দেশ ভক্তি শেখার প্রয়োজন যে নেই একথা এখনও বোঝেন নি?
এক সময় আমাকে নানা অসংলগ্ন কথা বলে, আমাকে ব্লক করে আপনার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে কি পোস্ট করেছিলেন তা 'মনে' রাখিনি সত্যি, কিন্তু ভুলে তো যাইনি। আবার যখন ভুল বুঝেছেন বলে ফিরে এলেন তখনও আপনাকে অস্বীকার করিনি। শিক্ষিত ও সচেতন মানুষ বলেই তা করি নি। আবার কেন পিছনে পড়লেন। আপনি লেখক মানুষ। লেখক সত্তাকে সম্মান করি বলেই আপনাকে আমাদের ম্যাগাজিনে লেখারও সুযোগ দিয়েছি।
সবিনয়ে বলি, সুপ্রিয় সাথি, আমার পিছনে না পড়ে থেকে নিজের লেখালেখিতে মন দিন। আর মানুষের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্কের সাধনা করুন। একজন লেখক ও শিক্ষককের পক্ষে সেটাই মানায়।
ভালো থাকুন, সাবধানে থাকুন। শুভ সন্ধ্যা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন