এদের সম্পর্কে আমার জানা বোঝা আছে। এরাও চেয়েছে মমতা ক্ষমতায় আসুক। কাজও করেছে বিজেপিকে ঠেকাতে ও মমতাকে আনতে। খানিকটা বাধ্য হয়েই।
শুধু মুলনিবাসীদের বিরুদ্ধেই আরএসএস কাজ করছে, মুসলমানদের বিরুদ্ধে নয় - এই ধারণাটা ভুল। কারণ মুলনিবাসী যাদের বলা হয়, তারই একটা অংশ হল মুসলিম। ধর্মান্তরিত মুসলিম। আমরা সবাই ধর্মান্তরিত মুসলিম। অর্থাৎ মুলনিবাসী। তাই মুসলিরাও আরএসএসের টার্গেট। এটা ভুলে গেলে ভয়ংকর ভুল হবে।
আমি জানি না, যিনি বলছেন, তিনি সত্যিকারের বাপসেপ, না বিজেপির বানানো বামসেপের নকল কোনো সংগঠন।
মুসলিমদের বোঝানোর আগে ওনাকে মুলনিবাসীদের বোঝাতে হবে। কারণ, তারাই সংখ্যায় বেশি। তাদের বোঝাতে না পারলে কাজের কাজ কিছু হবে না। যতদিন না এরা এই 70-75% মানুষকে বোঝাতে পারছেন ততদিন মুসলিমদের কখনও তৃণমূল আবার কখনও সিপিএমকে ভোট দিয়ে যেতে হবে। কিছু করার নেই। কারণ, এই 70-75% মানুষকে ব্রাহ্মণ্যবাদীদের খপ্পর থেকে না বের করে যদি শুধু মুসলিমরা বেরিয়ে আসে, তবে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কারণ, এরা অর্থাৎ মুসলিম সম্প্রদায় বর্তমানে ভোটের ফলাফলকে পরোক্ষে নিয়ন্ত্রণ করে। তাই এরা আগেভাগেই বেরিয়ে এলে সেটা হবে আরও মারাত্মক ভুল।
ব্রাহ্মণ্যবাদীদের যেমন আরএসএস, ঠিক তেমনই মুলনিবাসীদের জন্য একই রকম একটি শক্তিশালী সাংস্কৃতিক সংগঠন আগে গড়ে তুলতে হবে। সেই সংগঠনকে প্রত্যেক মুলনিবাসীর দোরে পৌঁছাতে হবে। এবং রাজনৈতিক ভাবে তাদেরকে সচেতন করে তুলতে হবে। তারপর রাজনীতিতে নামতে হবে। তা নাহলে কোনও কাজ হবে না। উল্টে বিপদ বেড়ে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন