Bhabani Sankar Chatterjee এটা কবিতা। বলা ভালো ছড়া। অবশ্যই রাজনৈতিক ছড়া।
ভুল বুঝেছেন। ব্যক্তি আক্রমণ করা আমার কাজ না। সিস্টেম এর দুর্বলতা ও অসঙ্গতি তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।
পুরানো কাসুন্দি ঘাটা এ পোস্টের উদ্দেশ্য নয়। এটা সমকালীন ছড়া। সময়কে ধরাই এর উদ্দেশ্য। এখানে কাসুন্দি ঘাটার সুযোগ নেই বললেই চলে।
পুরানো কাসুন্দি ঘাঁটতে হলে ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। চাইলে নিশ্চয় ইতিহাস বিষয়ক পোস্ট যখন করবো তখন হবে। তৈরি থাকুন। আমি অপেক্ষায় থাকলাম।
আর আজ শুধু ড. কালামের জন্মদিন নয়। অসংখ্য ভারতীয় সন্তান এই দিনে জন্মেছেন। যাঁদের মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন এবং করে গেছেন। অসংখ্য মানুষ যাঁরা কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক এবং অন্যান্য পেশায় নিয়োজিত থেকে দেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। দেশের সেবা করে যাচ্ছেন। সেবা করে গেছেন। ভুলে যাবেন না তাঁদের অনেকেরও আজ জন্মদিন।
ড. কালামকে ভালো করে পড়লে জানবেন তিনি নিজেকে এঁদেরই একজন বলে ভাবতেন। কারণ, তিনি জানতেন, একজন বিজ্ঞানীর চেয়ে দেশমাতার সেবায় একজন কৃষক বা শ্রমিকের অবদান কোনও অংশে কম নয়।
আমাদের দুর্ভাগ্য আমরা তাঁর কথা গর্বের সঙ্গে উল্লেখ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করি কিন্তু তাঁর দর্শনকে অনুসরণ করি না। এটা আমাদের এক ধরণের ধান্দাবাজি বীর-পূজা।
এই ধরণের বীরপূজার তিনি বিরুদ্ধে ছিলেন বলেই আমি জানি। আমিও সেভাবেই ভাবি।
চিন্তা করবেন না। মতপার্থক্য হলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এ বিশ্বাস আমার মধ্যে নেই। আপনি যতদিন চাইবেন ততদিনই আমার বন্ধু তালিকায় থাকতে পারবেন। আপনি ছেড়ে না গেলেই হল।
তবে অবশ্যই সৌজন্য, শালীনতা, বজায় রাখার দায় ও দায়িত্ব দুজনকেই মেনে চলতে হবে। যুক্তি, তথ্য, বুদ্ধিবিচারের বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী পথ ধরেই আলোচনায় নামতে হবে।
তাই ভালো থাকুন, সাবধানে থাকুন এবং অবশ্যই জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন