বামপন্থী তো তারাই, যাদের কথায়, যাদের ব্যবহারে, বিতর্কের সময়ে শব্দচয়নে যুক্তি থাকে, তথ্য থাকে, আর থাকে অহংকারহীন বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ। যা দেখে অথবা শুনে একজন অবামপন্থী মানুষও মুগ্ধ হয়ে যায়। বামপন্থাকে ভালবেসে ফেলে।
আপনারা যারা বিতর্ক করছেন, আমার মনে হচ্ছে না, তারা বামপন্থার জন্য, বামপন্থীদের দ্বারা বামপন্থার কথা উচ্চারণ করছেন। প্রায় অধিকাংশের কথার মধ্যেই নিজের মধ্যে বামপন্থী মানসিকতা থাকার জন্য অহংকার বোধ ঝরে পড়ছে। কে কত বড় বামপন্থী তা প্রমান করা, আর প্রমাণ চাওয়ার অহংকার আছড়ে পড়ছে।
মার্জনা করবেন, এই ধরনের দৃষ্টিভঙ্গি বামপন্থী মানুষদের জন্য বড়ই বেমানান। এই বিতর্ক বামপন্থার স্বাস্থ্যহানি ছাড়া আর কোন কাজে আসবে না।
আমার মনে হয় এবার আপনাদের থামা উচিত। এত সুন্দর একটা পোস্টকে কেন্দ্র করে যে উচ্চমানের আলোচনা এবং তা যে মার্জিত ভাষায় হওয়ার কথা ছিল, তা হচ্ছে না বলেই আমার ধারণা।
বামপন্থীদের বক্তব্য, বক্তব্য প্রকাশের ভঙ্গি এবং তার দৃষ্টিকোণ যদি অন্য রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা না হয়, তাহলে কীভাবে সাধারণ মানুষ আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলোর থেকে এবং তাদের কর্মীদের থেকে আলাদা করবে? আর আলাদা যদি না-ই করতে পারে, তবে আমার-আপনার পক্ষে কেন তারা আসবেন?
আমি-আপনি যখন একটা ওপেন প্লাটফর্ম-এ কথা বলছি, তখন তা দেখে যদি মনে হয় যে একদল মানুষ পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, রাজনৈতিক কোনো এক রাষ্ট্রদর্শনকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, তখন তা বড়ই হাস্যকর এবং একইসঙ্গে বেদনাদায়ক হয়ে ওঠে। যারা পড়ছেন আপনাদের কথা, তারা কীভাবে আপনাদের দ্বারা প্রভাবিত হবেন? যারা কথা বলছেন তারা প্রত্যেকেই দাবি করছেন নিজেরা বামপন্থী অর্থাৎ আলোচনা চলছে ভাইয়ে ভাইয়ে। অথচ আলোচনার ভঙ্গি দেখে মনে হচ্ছে দুই প্রভাবশালী মাতব্বরের মধ্যে কে কত বড় তা বুঝতে এবং বোঝাতে লড়াই চলছে।
একজন বামপন্থী মানুষ হিসেবে এভাবে আলোচনা না করার জন্য অনুরোধ রাখছি। সেইসঙ্গে বিনয়ের সঙ্গে বলছি, আমার কথাগুলোকে 'জ্ঞান দেয়া'র চেষ্টা বলে ভাববেন না। সমব্যথী এবং সহযাত্রী হিসেবে আমার মতটুকু শুধু আপনাদের সামনে রাখলাম।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন