Sk Minhajul এটাতো ফ্রান্স-এর ঘটনা। এখান থেকে অনেক দূর। ওখান থেকে তথ্য সংগ্রহ করা অনেকটাই কঠিন কাজ। আগে একটু তথ্য সংগ্রহ করি। ভালো করে বোঝার চেষ্টা করি। তখন যদি প্রয়োজন মনে হয় নিশ্চয়ই বলবো।
কোন ঘটনা ঘটলো, আর ভালো করে না জেনে, না বুঝে মন্তব্য করে দিলাম। এটা আমার স্বভাব নয়। পৃথিবীর সব কিছুর সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকে। আর রাজনীতি বোঝাটা অতটা সহজ কাজ না। অনেক সময় লাগে। পক্ষে-বিপক্ষে ওঠা কথাগুলো সোনা লাগে। তারপর যুক্তি-বুদ্ধি তথ্য দিয়ে তা বিচার বিশ্লেষণ করে মতামত দিতে হয়। তাই সময় লাগে।
আমি তো তসবি গোনা কোন হুজুর নই, কিংবা টিকি ধারী কোন পন্ডিতও নই, যাদের সাথে নাকি স্বয়ং উপরওয়ালার যোগাযোগ থাকে। দুনিয়ার কেউ না বুঝুক, তারা সব আগে ভাগে বুঝে ফেলে। তেমন ক্ষমতা তো আমার নেই। তাই না? আমি একজন সাধারণ মানুষ। তাই সময় লাগে।
তাই বুঝতে পারলে বলি। না-বুঝতে না পারলে সে সম্পর্কে চুপ থাকি। কারণ, এক্ষেত্রে চুপ থাকাটাই শিক্ষিত মানুষের কাজ। বলার মত তথ্য যখন পাবো। চেষ্টা করবো বলার।
ঘটনাটা ঘটেছে ফ্রান্সে। সেখানে তো মানুষ আছে। তারা তো তাদের মতো করে প্রতিবাদ করছে। সপক্ষে বিপক্ষে তারা নিশ্চয়ই আলোচনা করছে। সমস্যাটা তো তাদের।চিন্তা করবেন না তারা তাদের মত করে ভাবছেন।
আর দুনিয়ার সব বিষয়ে আমার নাকটা গলাতে হবে, এমন লম্বা নাকের অধিকারীও তো আমি বোধহয় নই।
তাই সেগুলো আগে শুনি, বুঝি, তারপর চেষ্টা করব। ঠিক আছে?
আর দুনিয়ার সব বিষয়ে যে আমাকে মন্তব্য করতেই হবে তারা তো কোন মানে নেই। তাই না? আপনিও তো আছেন। আপনিও কিছু বলুন। আমার মত আপনার বলার অধিকারটাও তো সমান।
আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
যায় হোক, ভালো থাকুন। সুস্থ থাকুন। প্রীতি ও শুভেচ্ছা নিন।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন