শেখ আবুল কালাম আজাদ অহেতুক বিতর্ক উচিত নয়। ঠিকই বলেছেন। কিন্তু বিতর্ক বিষয়টা খুবই জরুরী একটা বিষয়। কারণ, বিতর্ক মানুষকে সমৃদ্ধ করে, চেতনার মান বাড়িয়ে দেয়।
আপনার সঙ্গে আমার যে বিতর্ক, সেটা যদি অহেতুক হয়, তবে তার দায় কিন্তু আমার না। কারণ, সেটার আপনিই সূচনা করেছেন। আশাকরি মানবেন।
আপনার মতে 'ছোট' শব্দটি এখানে জুতসই হত। হয়তো হতো। সেটা আপনার মত। আপনার মতকে অসম্মান করার স্পর্ধা আমার নেই। এই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমারও কোন দ্বিধা থাকার কথা নয়। কারণ, আমার বক্তব্যের উদ্দেশ্য কখনোই ছিল না প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ছোট (অসম্মান) করা। আমার ব্যবহার করা 'ক্ষুদ্র' শব্দটি আপনাকে কষ্ট দিয়ে দিয়েছে জেনে ব্যাখ্যা দেওয়াটা আমার জরুরী ছিল। এটা আমার দায়িত্ব বা বক্তব্যও বটে। তাই দিয়েছি।
কিন্তু একবারও ভেবে দেখেছেন কি?
১) 'ক্ষুদ্র' শব্দের জায়গায় 'ছোট' শব্দটা ব্যবহার করলে আপনি হয়তো খুশি হতেন কিন্তু অন্য কেউ যে অখুশি হতেন না তার গ্যারান্টি কোথায়?
২) ক্ষুদ্র এবং ছোট - দুটো আলাদা শব্দ। কোনটা কোথায় ব্যবহার হবে সেটা নির্ভর করে বক্তব্য প্রকাশের মোটিভের ওপর এবং বিষয়ের-এর প্রেক্ষাপট-এর উপর (আমি তার ব্যাখ্যা আগেই দিয়েছি।) আমি এখানে আয়তন এবং প্রাকৃতিক সম্পদের পরিমানের বিষয়টি বিবেচনায় রেখে শব্দটি ব্যবহার করেছি। এই দুটো দিক থেকে বিচার করলে দেখবেন ভারতের থেকে প্রতিবেশীদের অবস্থান ছোট নয়, ক্ষুদ্রই। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হতে পারে। ধরুণ, কারো আয়তন 100 বর্গফুট, আর কারও 90। এ দুটোর ক্ষেত্রে তুলনার জন্য ছোট শব্দটাই প্রযোজ্য। ক্ষুদ্র শব্দটা এখানে যায় না। অন্যদিকে কারও আয়তন যদি হয় 90 এর জায়গায় 10 বর্গফুট। তখন 100 সঙ্গে তুলনা করলে 10 অবশ্যই ক্ষুদ্র, ছোট নয়। এক্ষেত্রেও যদি ছোট শব্দটা ব্যবহার করা হয়, তবে অভিধানে ক্ষুদ্র এবং ছোট শব্দ দুটির আলাদা অবস্থান অর্থহীন হয়ে পড়ে।
এই যে আলোচনাটা করলাম, এটা তাত্ত্বিক আলোচনা হল। এই আলোচনা সাধারণ মানুষের কাছে মূল্যহীন। এক্ষেত্রে আপনার ব্যবহার করা শব্দটিই আমি ব্যবহার করতে পারি এবং বলতে পারি 'অহেতুক'। সাধারণ মানুষের কাছে এগুলো সত্যিই অহেতুক। এত গভীরে গিয়ে ভাবার অবকাশ সাধারণ মানুষের থাকে না। আর আমি যেহেতু সাধারণ মানুষের উদ্দেশ্যেই আমার পোস্টটা করেছিলাম, তাই এত গভীরে গিয়ে বিশ্লেষণের প্রয়োজন বোধ করিনি। ছোট্ট করে একটা সম্ভাব্য সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিলাম মাত্র।
তাই অহেতুক হলেও আলোচনা টা আরেকবার করতে হলো আপনার শব্দগত পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রেখে।
আশাকরি বিতর্কটা আর অহেতুক থাকলো না। হেতু যুক্ত বিতর্কে পরিণত হল। কি বলেন?😀
ভালো থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই বন্ধু হয়ে সঙ্গে থাকুন। ♥️♥️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন