Bhabani Sankar Chatterjee সংকট থাকলে সংকট থেকে বের হওয়ার পথও থাকে। প্রয়োজন শুধু সদিচ্ছা এবং উপযুক্ত পরিকল্পনার।
দায়সারা সমালোচনা করা আমার কাজ নয়। বিকল্প কারা হতে পারে সে সম্পর্কে খোঁজখবর নিয়েই সাধারণত আমি পোস্ট করি। শুনুন তাহলে......
বিশ্ব ক্ষুধা তালিকায় ভারতের স্থান এখন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের মত দেশেরও পিছনে। গ্লোবাল হাংগার ইনডেক্স এর রিপোর্ট অনুযায়ী 107 দেশের মধ্যে ভারতের স্থান 94 নম্বরে। পাকিস্তান 88 বাংলাদেশ 75 আর নেপাল 73।
এই পরিসংখ্যান থেকে আপনি কি কোন ধারনা করতে পারছেন? কারা বিকল্প হতে পারে? পাচ্ছেন না তো?
এই দেশগুলোর মধ্যে জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদে সবচেয়ে পিছিয়ে পড়া দেশ হল নেপাল। তা সত্ত্বেও তারাই ক্ষুধার তালিকায় সবার চেয়ে নিচে। এবার নিজের মনের কাছে প্রশ্ন করুন এই দেশটা এখন কারা চালাচ্ছে? প্রশ্নের উত্তর জানা না থাকলে শুনে নিন। এ দেশটা চালাচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
পৃথিবীতে আর যে কটা রাষ্ট্র ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ঝেড়ে ফেলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম রেখেছে তাদের সবারই স্থান আরো নিচে। কিউবা, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং চীনের নাম এই তালিকায় কতটা নিচে রয়েছে, একটু খোঁজ নিয়ে দেখুন বুঝতে পারবেন। বুঝতে পারবেন বিকল্প পথ, সমাজতন্ত্রের পথ।
এই দেশগুলোতে ধর্ম বর্ণ বা জাতিবিদ্বেষকে রাষ্ট্রের তরফ থেকে মদত বা প্রশ্রয় কোনটাই দেয়া হয় না। সেখানকার সরকারের মূল লক্ষ্য থাকে মানব কল্যাণ। মনুষ্য জাতি ছাড়া অন্য কোন জাত ধর্মের সেখানে কোন মূল্য নেই। তাই সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি এবং তার পেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিকে সংকটের মুখে ফেলে না। তাই সমাজতান্ত্রিক দেশগুলোতে সম্পদশালী ব্যক্তির সংখ্যায় কম হলেও ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি হয় না। সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের মৌলিক চাহিদাগুলো ( খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা) পূরণ করাকে প্রথম তালিকাভুক্ত করে। এটাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
আপনি শিক্ষিত মানুষ। চোখ খুলে সারা বিশ্বের মানচিত্রের উপর তাকান। দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহ বৃহৎ পুঁজিবাদী রাষ্ট্রগুলো আজ গভীর সংকটের মুখে। করোনা মহামারীতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উল্টোদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র গুলোর দিকে চেয়ে দেখুন তারা কত তাড়াতাড়ি এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে সেদেশের মানুষকে কতটা নিরাপদ অবস্থায় রেখেছে।
সুতরাং বিকল্প সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল। তাদেরই দরকার এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য।
উৎস জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন