আমি চাকরি করি। সরকারি কিম্বা সরকার পোষিত কোন সংস্থায়। মাইনে কত পাই? একটা বেসরকারি সংস্থার থেকে তিন থেকে চার গুণ। বিশাল ভালো না থাকলেও অনেকটাই নিশ্চিন্তে আছি। কারণ, চাকরি যাওয়ার ভয় নেই। মাইনে যা পাই তাতে অভাবটাও বুঝতে পারি না।
কিন্তু কাজে ফাঁকি দেওয়া কিম্বা ঘুষ নেওয়ায় আমি ওস্তাদ। কারণ,তাতে আমার কোন ক্ষতি দেখিনে। উল্টে ঘুষ নিতে পারলে বাড়তি পাওনা। আমার মত চালাক কে আছে?
ঠিক। আমি খুব চালাক। বুদ্ধিমান কি?
আচ্ছা একটু ভেবে দেখি তো! দেবে দেখলাম। কী পেলাম?পেলাম -
১) আমার এই ফাঁকি দেওয়া দেখে আর একজন ফাঁকি দিতে অথবা ঘুষ নিতে উৎসাহিত হবে। কারণ,এই কাজে আমি আমার যদি কোন দোষ না দেখি, অন্য মানুষ কেন দোষ দেখবে?সেও আমারই মত সুযোগ পেলে আমার কাছ থেকেও ঘুষ চাইবে। না দিলে সময়মত কাজটা করে দেবে না।
২) সবাই আমার মত ফাঁকি দেয় না বা ঘুষ নেয় না জানি। আমার মত গুটিকতক চালাক লোকই এটা করতে পারে। বোকারা পারে না।
আপনিও তাই ভাবেন?যদি ভাবেন, তাহলে আপনিও আমার মত মস্তবড় চালাক বটে,কিন্তু সেই সঙ্গে মস্তবড় লেখাপড়া জানা ও ডিগ্রিধারী একজন মানুষ। সেই সঙ্গে আমার মতই আপনিও মস্তবড় একজন অশিক্ষিত মানুষ।
কেন?
সেটাও ভেবে দেখলাম -
১) আমার মত কিছু মানুষের এই মানসিকতা কে অজুহাত করে পুঁজিবাদী সরকার সরকারি চাকরির ক্ষেত্রগুলো বেসরকারি করে দিচ্ছে। এতে আগামী দিনে নিজের সন্তানের নিশ্চিন্তে চাকরি করা এবং তিন চারগুণ টাকা মাইনে পাওয়ার আর কোনও সুযোগ থাকবে না।
২) সরকারি সেক্টর গুলো থেকে যে আয় হয় তা থেকে সরকার দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা দিয়ে থাকে। আমার ফাঁকিবাজি ও ঘুষ নেওয়ার অজুহাত দেখিয়ে এগুলো বন্ধ হয়ে গেলে কী হবে? এই পরিষেবা বন্ধ হয়ে যাবে। সমাজে চুরি ডাকাতি খুন সন্ত্রাস আরও বাড়বে। আমি যে তার কবলে পড়বো না কোন গ্রারান্টি নেই।
৩) শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি অনুদান না থাকলে অশিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে। আপার পাশের বাড়ির মানুষ শিক্ষার ও অর্থের অভাবে নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না। যেমন,খোলা জায়গায় জল জমিয়ে রাখলে কী ক্ষতি হবে অথবা সেখানে সেখানে ময়লা বা থুতু ফেললে কী ক্ষতি হবে সে জানবে না। ফলে ফেলবে। সেখানে মশা বা রোগজীবাণু জন্মালে আমাকেও তাতে আক্রান্ত হতে হবে। কারণ, রোগজীবাণু তো শ্রেণি কানা। কে বড়লোক,কে দোষী এসব দেখে তাকে আক্রমন করে না।
আরও অসংখ্য উদাহরণ ভাবনায় আসছে। কিন্তু সময় নেই। আবার পরে বলবো। আজ এই পর্যন্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন