পরনিন্দা পরচর্চা কারা করে এবং কেন করে
যারা পিছনে পরনিন্দা পরচর্চা করে, সৎ ও দুর্বল মানুষ তাদের শ্রদ্ধা করে না, কিন্তু ভয় পায়। তাই চুপচাপ মেনে নেয়। আর এই বদ অভ্যাসকে (পরনিন্দা পরচর্চাকে) অসৎ মানুষ কার্যসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
অসৎ মানুষ কার্যসিদ্ধির জন্য তা নিয়ে হললা বাঁধিয়ে দেয়। তাকে আরও উৎসাহিত করার জন্য নিজের বদবুদ্ধিকে প্রয়োগ করে মজা নেওয়ার চেষ্টা করে।
যদি কেউ আপনার অবর্তমানে আপনার সম্পর্কে নিন্দা করে, জানবেন
১) সে আপনাকে ঈর্ষা করে।
২) আপনার সঙ্গে যোগ্যতায় ও কর্ম দক্ষতায় সে পিছিয়ে পড়ছে। নিজের এই অক্ষতা ঢাকার জন্য আপনাকে সে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনবে। আর তার কাছে এই কাজের সবচেয়ে বড় ও নিরাপদ অস্ত্র হল পরনিন্দা পরচর্চা।
৩) যারা এই অস্ত্রের ব্যবহার করে, তারা আসলে আপনার চেয়ে বিদ্যাবুদ্ধিতে খাটো এবং মানসিক ভাবেও অত্যন্ত দুর্বল প্রকৃতির।
কিন্তু নিজেকে অত্যন্ত চালাক বা চতুর ভেবে এক ধরণের সুখানুভূতিতে সবসময ডুবে থাকতে চান।
বিস্তারিত জানতে অপেক্ষা করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন