দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে।
-- কাজী নজরুল ইসলাম।
কোন আক্কেলে নজরুল এই কথা লিখেছিলেন?
প্রশ্ন তুলেছেন ইভেন্ট হরাইজন
সম্মানীয় সাথি, যে ‘আক্কেল’ প্রাপ্তির কারণে কাজী নজরুল ইসলাম এই কথা বলেছিলেন, ওই ধরনের ‘আক্কেল’ প্রাপ্তি আপনার জীবনে যতদিন না ঘটবে, ততদিন আপনি বুঝবেন না যে, তিনি কেন এই কথা লিখেছিলেন। আর ওই ‘আক্কেল’ প্রাপ্তির অন্যতম কিছু প্রধান শর্ত হল :
১) কোনো লেখকের লেখার বক্তব্য বুঝতে গেলে, আপনাকে লেখকের ওই লেখার সময়কালে পিছিয়ে যেতে হবে। তবেই তা বোঝা যাবে।
২) সময়কে সম্পূর্ন অতিক্রম করা যায় না। পৃথিবীতে কেউ তা পারেননি। (আপনিও পারবেন না।) আর পারেন না বলে, তাঁর ভাবনার কোন গুরুত্ব নেই, এই ধরনের ভাবনা থেকে সরে আসতে হবে।
৩) লেখার প্রেক্ষাপট জানতে হবে। কারণ, প্রেক্ষাপট পাল্টে গেলে লেখার অর্থ পাল্টে যায়। কখনও কখনও তা অপ্রাসঙ্গিক হয়ে যায়।
৪) ‘আরব’ মানেই শুধু একটি বিশেষ ‘প্রাতিষ্ঠানিক ধর্ম’ (যা প্রশংসার সাথে সাথে, নানাভাবে সমালোচিত হয়ে আসছে) — এই সরল ভাবনা আমার আপনার চেতনায় পূর্ব থেকে গেঁথে থাকলে, তাকে সরাতে হবে। প্রাতিষ্ঠানিক ধর্ম ছাড়াও আরবীয় সভ্যতা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। সেটা জানতে হবে।
সবশেষে মনে রাখতে হবে, পৃথিবীতে সম্পূর্ন ত্রুটিমুক্ত কোন তত্ত্ব বা দর্শন কখনও আসেনি, আসবেও না। তাই যার মধ্যে যতটুকু উন্নততর জীবন দর্শনের হদিস পাওয়া যাবে, ততটুকুই গ্রহণ করতে হবে, বাকিটুকু এড়িয়ে, উন্নত অংশটুকু গ্রহণ করে, এগিয়ে যেতে হবে। বিজ্ঞান এভাবেই এগোয়।
---------xx--------
Goutam Ray শুধুমাত্র আরব প্রিয় সাধারণ মুসলমানদের কথা ভেবে লিখেছেন, কথাটা আংশিক সত্যি। কারণ, ইসলামী গান লেখা শুরু করেছিলেন, সম্ভবত আব্বাস উদ্দিনের অনুরোধে। এই অনুরোধের পটভূমির বিশ্লেষণ করলে, সেখানে সাধারণ মানুষের এই চাহিদার কথার স্বীকৃতি মেলে অনেকটাই।
কিন্তু মূলত এই কারণেই তিনি আলোচ্য গানটি লিখেছেন তা মোটেই নয়। আসলে তিনি ছিলেন মানব প্রেমের কবি। তার লেখার প্রতিটি ছত্রে রয়েছে মানুষের দুঃখ কষ্ট প্রেম ভালোবাসার কথা। ইসলামের ইতিহাসে মানব প্রেম তথা মানবমুক্তির যে আবেদন ছিল, নজরুল তা জানতেন। অর্থাৎ ইসলামের প্রাতিষ্ঠানিক রূপের বাইরে থাকা এই মানব প্রেমের কথা তিনি জানতেন। এটাও তার এ লেখার প্রেরণা। এই প্রেমের সূত্রেই এসেছে কামাল আতাতুর্কের কথাও। তাঁর কবিতায়।
অর্থাৎ আরব ভূমির কথা বললেও সে আরব আজকের আরব নয়, এখানে লক্ষ্য আসলে হজরত মহম্মদের মানব প্রেমের দর্শন। এই দর্শন সূত্রেই আরব ভূমি তার কাছে প্রিয় হয়ে উঠেছে। এটাই এই গান লেখার প্রকৃত উদ্দেশ্য।
লেখার উৎস জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন