নীতিহীন রাজনীতি ও নীতি রাজনীতি :
Unprincipled politics and ethical politics
‘নীতিহীন রাজনীতি’ শুধুমাত্র কিছু ক্ষুদ্র স্বার্থ-গোষ্ঠীর মঙ্গল করে। কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন ও নীতি আদর্শ যুক্ত ‘নীতি রাজনীতি’ আপামর জনসাধারণের মঙ্গল বয়ে আনতে পারে।
আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের অধিকাংশ অধিকাংশ জনগণ যেমন এই উপলব্ধির ধারে কাছে নেই। রাজনীতিকদের মধ্যেও এই ভাবনা প্রায় মিলিয়ে যেতে বসেছে।
কোন দেশের সামগ্রিক উন্নতির জন্য ‘নীতি রাজনীতি’ একমাত্র আদর্শ রাজনৈতিক দর্শন। আর নীতি রাজনীতির প্রধান বৈশিষ্ট্যই হলো এমন এক নীতিমালা অনুসরণ করা, যার পরতে পরতে থাকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, আইনের অনুশাসন, সহনশীলতা, যুক্তিবাদী চিন্তা চেতনা এবং সর্বোপরি বিজ্ঞানমনস্কতা।
ইউরোপ আজ থেকে প্রায় ৫০০ বছর আগে যে ভাবনা চিন্তা গুলোকে পরিত্যাগ করেছে, রাষ্ট্রনীতিতে যে দর্শনকে তারা বিসর্জন দিয়েছে ভূমধ্যসাগর ও আটলান্টিকের অতল জলের নিচে, আমরা সেই দর্শনকে নতুন করে আঁকড়ে ধরার চেষ্টা করছি।
পৃথিবীতে এমন কোন দেশ নেই, যে ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে পৃথিবীতে নিজেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী জাতিতে পরিণত হয়েছে। কিন্তু এর উল্টো উদাহরণ রয়েছে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণভূমিতে।
আমরা এসব দেখতে পাই না। কারণ, চোখ থাকলেই সবকিছু দেখা যায় না। এবং মন থাকলেই শুধুমাত্র বোঝা যায় না। চোখ এবং মনকে দেখা এবং বোঝার উপযুক্ত করে তুলতে হয়। আর এর জন্য দরকার শিক্ষা। এ শিক্ষা হলো সেই শিক্ষা যা জগৎ ও জীবনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারে। জগৎ ও জীবনের চালিকা শক্তিকে খুঁজে বের করতে পারে। অন্ধকার ও আলোর পার্থক্য খুঁজে বের করতে পারে।
এই ক্ষমতা একজন মানুষ একা একা অর্জন করতে পারে না। এক্ষেত্রে লাগে রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা। বর্তমান ভারতের রাষ্ট্র নেতারা এক্ষেত্রে বিপরীত দিকে হাঁটছে। বিশ্বাসের অন্ধকারে চালিত করছে জনসাধারণের চিন্তা চেতনাকে। এক মহাসংকট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন