ধর্ম আর রাজনীতির পার্থক্য:
Alvito D Chuna না। মুসলিম কোন ধর্ম নয়। ধর্ম হল ইসলাম। এখানে এই পোস্টে ভোটের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। ধর্ম আর রাজনীতি আলাদা। রাজনীতিতে হিন্দু মুসলমান হয় না। রাজনীতিতে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস —এসব হয়। যদিও কিছু দল আমাদের বোকা ভেবে রাজনীতি আর ধর্ম এক করে দেখানোর চেষ্টা করছে।প্রত্যেক শিক্ষিত মানুষ এটা জানে। রাজনীতি হচ্ছে পলিটিক্স। সে সম্পর্কিত বিষয়ের নাম হচ্ছে পলিটিক্যাল সাইন্স বা রাষ্ট্রবিজ্ঞান। যারা এটা পড়েছেন, তারা জানেন, রাজনীতি আর ধর্ম এক বইয়ের বিষয় থাকে না। এর জন্য আলাদা গ্রন্থ লাগে। দা প্রিন্স, অর্থশাস্ত্র —এগুলো রাজনীতির বই। বেদ, গীতা, বাইবেল, কোরআন —এগুলো ধর্মগ্রন্থ। ধর্মের বই।
ধর্মের বইতে লেখা থাকে কীভাবে ধর্ম পালন করতে হয়। ঈশ্বরের অর্থাৎ আল্লাহ বা ভগবানকে পাওয়ার জন্য কী ধরনের আচার-আচরণ করতে হয়, কোন কোন নিয়ম মেনে চললে ঈশ্বর সন্তুষ্ট হন। সুতরাং ধর্ম ঈশ্বর বিষয়ক বিষয়।
অন্যদিকে, রাজনীতি হল রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিষয়। রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়, পরিচালনার আধুনিক নিয়ম-কানুন কী, সেসব কথা সেখানে বিস্তারিত লেখা থাকে। ভোট বা নির্বাচন হলো এমনই একটি প্রক্রিয়া। এই ভোট প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হয়, কারা এর দায়িত্ব থাকে, তারা সেই দায়িত্ব কীভাবে পালন করবে— সেসব নিয়মকানুন লেখা থাকে রাজনীতি বিষয়ক বইতে। ধর্মগ্রন্থে এসব বিস্তারিত লেখা থাকে না।
প্রত্যেক শিক্ষিত মানুষ এটা বোঝেন। আশা করি তুমিও বোঝো, অথবা বুঝবে।
আর এটা মিডিয়ারই খবর। তোমার নজরে আসেনি। সব খবর সবার নজরে আসে না। কারণ, সব চ্যানেল সব খবর দেখায় না। যে খবর দেখালে তাদের সুবিধা হয়, লাভ হয়, সেটাই দেখায়, বাকীগুলো চেপে যায়। এটা চ্যানেল মালিকের নির্দেশেই ঘটে থাকে।
তাই সঠিক খবর জানতে হলে, সব রকম চ্যানেল দেখা দরকার। লিংক দিয়েছি দেখে নাও। ওর মধ্যে কোথায়, কারা এই খবর বের করেছে, সেটাও বলা আছে। দেখতে পাবে।
তোমার জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ভালোবাসা নিও।❤️❤️
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন