বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান এবং কিছু প্রশ্ন :
Goutam Ray যে কেবল মানুষ হয়েই বাঁচতে চায়, তাঁর কাছে হিন্দু, মুসলমান, ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশী, ইউরোপীয়ান, আমেরিকান —এসব কথা খুব একটা গুরুত্ব পায় না। এ পৃথিবীটা এক সময় শুধু মানুষের ছিল। সঙ্গে অন্যান্য প্রাণী ও উদ্ভিদ থাকতো পরস্পরের পরিপূরক হিসেবে। স্বাধীনভাবেই। তারা এখনও অনেকটাই স্বাধীনভাবে বাঁচে। যদিও আমরা তাদের অসভ্য বলি। আর আমরা সভ্য হয়ে একদল মানুষ, অন্য দলকে পরাধীন করে রেখেছি, নানা অজুহাতে শোষণ করে চলেছি। দলে দলে শাসক নামক দস্যু সেজে সমগ্র পৃথিবীটা দখল করে ভাগ বাটোয়ারা করে নিয়েছি। আর সাধারণ মানুষের পায়ে শিকল পরিয়ে দিয়েছি।এই যখন অবস্থা, তখন একজন সাধারন মানুষ হিসাবে—কে কোথায় গেল, কে কী খেলো— এসব ভেবে আদেও কি কোন লাভ আছে? এসব কন্ট্রোল করার মতো ক্ষমতাও কি আমার আপনার মত সাধারণ মানুষের আছে?
আমার মতে নেই। এসব ভাবনা দেশের শাসকের। তারাই যখন ভাবেনা, তখন আমরা চুনোপুটিরা এসব কঠিন কঠিন কথা ভেবে কী করব?
তবুও, আপনার কথা মতো যদি আমি ভাবতে যাই, এমন এমন সব প্রশ্ন মাথায় আসে, যার কারণে সবকিছু ঘেঁটে ‘ঘ’ হয়ে যায়।
প্রথম প্রশ্ন : লক্ষ লক্ষ বাংলাদেশি যদি সত্যিই ভারতে ঢোকে। আর তা যদি সরকারি দলের নেতারাও জানেন, তবে তা সরকারি ওয়েবসাইটে নোটিশ করে জানায় না কেন? তারাই তো সরকারে।
দ্বিতীয় প্রশ্ন : যদি তারা সত্যিই জানেন, যে তারা কারা, তাহলে এটাও তো তারা জানেন, এই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ঠিক কোথায় আছে? তাহলে তাদের ধরে ধরে জেলে পুরছে না কেন? আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না কেন?
আরও প্রশ্ন আছে। কটা বলবো আপনাকে? এই দুটো প্রশ্নের উত্তরই তো যুক্তিসংগতভাবে কেউ দিতে পারছেন না।
যাদের পাহারা দেয়ার কথা, তারা যদি ঘুমোয়, যাদের ধরে ধরে আইনানুর ব্যবস্থা নেয়ার কথা, তারা যদি তা না করে। তখন তো এটাই প্রমাণ হয়ে যায় যে, যা বলা হচ্ছে, তা আসলে মিথ্যা। আমি আপনি ফেসবুকে এসব মিথ্যা কথা বলে কী করবো?
মিথ্যা কথা রাজনীতিকরা বলেন। যার স্বার্থ আছে, কিংবা কোন ধান্দা আছে, রাজনীতিকদের সঙ্গে তাল মিলিয়ে তারাও বলেন। তারা জেনে বুঝেই এই মিথ্যা বলেন। আমি কোন্ দুঃখে বলতে যাবো বলুন তো?
তবে হ্যাঁ, যদি আমি স্বচক্ষে কোনদিন দেখি, বাংলাদেশী কোনো মানুষ আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তার প্রমাণ পাই, সেদিন দেশের আইন অনুযায়ী একজন নাগরিকের যা করা দরকার, তাই করবো। পুলিশে গিয়ে নিশ্চয়ই খবর দেবো। ধর্মের নাম করে অযৌক্তিকভাবে বাঁচাতে যাব না, যা এ দেশের সরকারি দলের নেতারা করার মিথ্যা প্রতিশ্রুতি দেয়।
আচ্ছা, আপনি কোনদিন এ কাজ করেছেন? বাংলাদেশী ও রোহিঙ্গাদের দেখতে তো পান নিশ্চয়ই। তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন? এ পর্যন্ত ক'জনকে দিয়েছেন? জানালে খুশি হবো।
ভালো থাকুন। আনন্দে থাকুন। এসব নিয়ে এই বয়সে এত চাপ নেবেন না। দেশ নেতারা আছেন, তারা ঠিক কিছু একটা করবেন। ওদেরই তো দায়িত্ব, তাই না!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন