বিশ্বাস, সংস্কার, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বিজ্ঞান ঈশ্বর আছেন। এটা এক ধরনের বিশ্বাস । এটা এমন এক বিশ্বাস যা প্রাথমিক ও অদ্বিতীয়। বাকি সব বিশ্বাসের মধ্যে আছে এমন বিশ্বাস, যা মানলে ক্ষতি নেই। তা হল সংস্কার । অন্যদিকে এমন কিছু বিশ্বাস আছে, যা মানলে ক্ষতি হয়। এগুলো আসলে কুসংস্কার । ক্ষতি হবে জেনেও যদি তা মানা হয়, তাহলে তা অন্ধবিশ্বাস । আর প্রাথমিক বিশ্বাসের ভিত্তিকে যখন যুক্তি, বুদ্ধি ও তথ্য দিয়ে খোঁজার চেষ্টা হয় এবং কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়, তখন তা হল বিজ্ঞান। অধিকাংশ মানুষই বিশ্বাস করেন, ঈশ্বর আছেন। তিনিই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। এতে সমস্যা নেই। এই বিশ্বাসকে সামনে রেখে যদি যুক্তি, বুদ্ধি ও তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে এগোনো যায়, তবে যে সত্য সামনে আসে, তা হল এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই কিছু নির্দিষ্ট নিয়মের বাঁধনে বাঁধা আছে। সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া, ঋতু পরিবর্তন হওয়া, গাছের পাতা নড়া, মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া — এমন সমস্ত কিছুই নির্দিষ্ট কিছু নিয়ম কানুন দ্বারা পরিচালিত হচ্ছে, যার ব্যতিক্র...
অপরাধ কমানোর উপায় : Ways to reduce crime দেশে আর্থিক বৈষম্য বাড়লে অপরাধ বাড়ে। গণতান্ত্রিক অর্থব্যবস্থা ‘আইনের শাসন’ এই গাল ভরা নীতির কথা বলে অপরাধ দমনের চেষ্টা করে। কিন্তু তাতে অপরাধ কমেনা। কারণ যার উৎপত্তি হয় বৈষম্য থেকে, দমনপীড়ন চালিয়ে তাকে দমানো যেত না। বৈষম্যের অবসানই তার (অপরাধ দমনের) একমাত্র পথ। গত রবিবার ২৯ জুন ২০২৫। আমেরিকার ইদাহোতে আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়েছিল দমকলকর্মীরা। সেখানে গিয়েই আচমকা গুলিবৃষ্টির মুখে পড়ে তারা। দুজন দমকল কর্মী মুহূর্তেই প্রাণ হারান। অন্যজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। শেরিফ বব নোরিস বলেছেন, “একটি প্লটে আগুন লাগার খবর এসেছিল আমাদের কাছে। আমাদের ধারণা বন্দুক বাজই ওই আগুন লাগিয়েছিল। দমকলের টিম সেখানে পৌঁছতেই তাদের লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি। দমকল কর্মীরা নিজেদের বাঁচানোর সময়টুকু পাননি।” এই ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটি ২০ বছরের ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রশ্ন হল, এই অপরাধের কোনো ব্যাখ্যা আছে আমাদের কাছে? ধণতান্ত্রিক ব্যবস্থার পৃষ্ঠপোষক যারা, তারা বলবেন ছেলেটির মানসিক সমস্যা ছিল। হ্যাঁ, ছ...