Rita Basu 100% ঠিক কথা বলেছেন। সেই জন্যেই আমি সচেতন ভাবেই 'লেখাপড়া' কথাটা না লিখে 'শিক্ষা' কথাটা লিখেছি।
লেখাপড়া শিখলেই আর নিজের ঝুলিতে একটা বড় সার্টিফিকেট থাকলেই কেউ নিজেকে লেখাপড়া জানা মানুষ দাবি করতে পারেন ঠিকই, কিন্তু শিক্ষিত দাবি করা যায় না।
পূর্বে আমি আমার বিভিন্ন পোস্টে লেখাপড়া জানা মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের পার্থক্যটা তুলে ধরেছি।
লেখাপড়া আর শিক্ষা, দুটো আলাদা শব্দ এবং এদের অর্থ আলাদা। লেখাপড়া জেনেও অনেক মানুষ অশিক্ষায় ডুবে থাকেন, অর্থাৎ শিক্ষাহীনতায় (বা শিক্ষাল্পতা রোগে) ভোগেন। আবার অনেক মানুষ আছেন, যাঁরা লেখাপড়া বিশেষ শিখতে পারেননি, কিন্তু শিক্ষায় অনেক লেখাপড়া জানা মানুষের তুলনায় অনেক গুণ এগিয়ে থাকেন। জগৎ এবং জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি শিক্ষিত হয়ে উঠেছেন, যাকে বলা হয় স্বশিক্ষা।
তাই শিক্ষা শব্দটা তখনই শিক্ষা বলে বিবেচিত হবে যখন তার পূর্বে 'যথার্থ' - এই বিশেষণটি, দৃশ্য-শ্রাব্য না হলেও, উহ্য আবস্থায় নিশ্চিতভাবে থাকবে। আমি আমার পোস্টে এই 'যথার্থ শিক্ষার' কথাই বলেছি।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদসহ প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন