Dibakar Mandal আপনি চোখ কান খোলা রাখুন। যুক্তি বুদ্ধি ব্যবহার করুন। ইতিহাসের শিক্ষক যখন, তখন ইতিহাসের সাহায্য নিন। ঠিক উত্তর পেয়ে যাবেন।
আমার ভাবনার বিষয় টা আজকের কোন নেতা কতটা সাম্প্রদায়িক তা নিয়ে নয়। বিষয়টা হচ্ছে রাজনৈতিক দর্শন নিয়ে। নেতাজির দর্শন কি মোদিজীর দর্শনের সঙ্গে যায়? উত্তর হবে হ্যাঁ অথবা না। যদি না যায় তবে আমাদের ভাবতে হবে, মোদিজীর ভক্তরা নেতাজি কে আঁকড়ে ধরছেন কেন? এভাবে নেতাজিকে একটা সাম্প্রদায়িক শক্তির হাতের অস্ত্র হতে দেওয়া কতটা যুক্তিযুক্ত। অথবা হতে দিলে ভবিষ্যৎ ভারতের অবস্থা কি হতে পারে তা নিয়ে ভাবা।
সাম্প্রদায়িকতা কমবেশি সব দলের মধ্যেই আছে। কিন্তু সেটা আছে দলের ভিতরের কিছু ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক নেতার মধ্যে। বিজেপির বাইরে যে দলগুলো আছে তারা আদর্শগতভাবে সাম্প্রদায়িক নয়। কিন্তু তাদের ভিতর কিছু মানুষ আছেন যারা সাম্প্রদায়িক। সব দলের মধ্যেই এ ধরনের মানুষ আছে।
কিন্তু বিজেপির রাজনৈতিক দর্শনের মধ্যেই রয়েছে সাম্প্রদায়িকতা এবং তার দলের সব নেতারাই প্রকাশ্যে সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
মোদিজির দলের সঙ্গে অন্য দলগুলোর এখানেই পার্থক্য। আপনি একটু ভাবলেই এটা ধরা পড়বে।
Dibakar Mandal আপনি লিখুন। আপনার হাতেও তো কলম আছে। মুসলিম সম্প্রদায়ের জন্যে যদি আপনার সত্যিই দুশ্চিন্তা থাকে। তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে, তবে আপনি লিখুন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কখনোই শোষণ বঞ্চনা বা অধিকার না পাওয়ার বিষয়টিকে একা একা সমাধান করতে পারবে না। কোন দেশের কোন সংখ্যালঘু নিতে পারে না, যদি না সংখ্যালঘু মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়।
আমার ভালো লাগছে আপনি সংখ্যালঘুদের কথা ভাবছেন। সত্যিই যদি ভাবেন তাহলে আজই বা হাতে কলম তুলে নেই সংখ্যালঘুর নিরাপত্তা অনেকটাই সংখ্যাগুরুর সদিচ্ছার ওপর নির্ভর করে। এটাই বাস্তব সত্য। আপনার যদি সত্যিই সাথে থাকে তাহলে আপনি লিখুন।
আমার চেয়ে আপনার লেখার গুরুত্ব অনেক বেশি। আজ থেকেই শুরু করুন মুসলিমদের উপর অবিচারের বিরুদ্ধে লেখা। সঙ্গে দলিতদের কথাও সমান গুরুত্ব দিয়ে একটু লিখবেন।
আপনার সঙ্গে থাকবো। কথা দিচ্ছি।
Dibakar Mandal নিশ্চয়ই কোরবো। তা-ই তো করছি। রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন তারা বর্তমানে সংখ্যাগুরুর তোষণ করছেন। আর দলিতসহ অন্যান্য সংখ্যালঘুদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মৌনব্রত পালন করে শোষিত ও বঞ্চিত হতে পরোক্ষে সাহায্য করছেন। আমি তো তার বিরুদ্ধেই কথা বলতে চাইছি। সংখ্যাগুরুর তোষনটাও তো তোষণ। কি ভুল বলছি?
Shaikh Sadik Al Hassan এবং Dibakar Mandal আলোচনাকে প্রসঙ্গের বাইরে নেবেন না প্লিজ। ব্যক্তিগত পর্যায়ে নামাবেন না। যুক্তি ও তথ্যদিয়ে আপনি আপনার মত প্রতিষ্ঠা করুন।
কেউ মোদিজির ভক্ত আবার কেউ বিরোধী - হতেই পারেন। এটা কোনো দোষের নয়। কিন্তু প্রত্যেককে তার মতামত যুক্তি ও তথ্য দিয়ে শান্তভাবে খন্ডন করতে হবে এবং নিজের মত প্রতিষ্ঠা করতে হবে। না হলে আপনার কথা মানুষ শুনবেন, কিন্তু মানবেন না।
আর যা সত্য তা সত্যই। তাকে জোর করে ঢেকে রাখা যাবে না। শিক্ষিত ও সচেতন মানুষের কাছে তা ধরা পড়বেই। বর্তমান সরকারের ব্যর্থতা যেভাবে ধরা পড়ছে প্রতিক্ষেত্রে।
তাই আপনারা আপনাদের কথাকে পরিশীলিত চেহারায় বা আঙ্গিকে উপস্থাপন করুন।
মনে রাখুন, যারা আপনার লেখা পড়ছেন তারা কেউ বোকা নন। আপনার তথ্য, বিশ্লেষণ, যৌক্তিক উপস্থাপনাই আপনার লেখার সত্যাসত্য প্রকাশ করে দেবে।
কথা ঘুরিয়ে দিলেই সবাই ঘুরে গিয়ে আপনার মতের পক্ষে চলে আসবেন না। তাই প্রসঙ্গে ফিরে আসুন যুক্তি ও তথ্য দিয়ে শান্তভাবে আলোচনা করুন।
Dibakar Mandal এই ব্যাখ্যার কোন মানে নেই বলছেন? বলতেই পারেন। কিন্তু খেয়াল করে দেখুন অলরেডি 5 জন মানুষ জানিয়ে দিয়েছেন যে আমার কথার বা ব্যাখ্যার মানে আছে।
আর অন্য কোন রাজনৈতিক দল মেনে চলছে না বলে, আপনি ও আপনার দলও তা মেনে চলবেন না? তাহলে অন্য দলের সঙ্গে তো আপনার কোনো পার্থক্য থাকে না। কিন্তু মানুষ তো পার্থক্য থাকবে বলেই আপনার দলকে ক্ষমতায় এনেছিলেন। ক্ষমতায় আসার আগে আপনিও নিশ্চয়ই অন্য দলগুলোর একইরকমভাবে সমালোচনা করেছিলেন এবং আপনার দলকে ভোট দিতে বলেছিলেন সংবিধানের নীতি ও আদর্শ মেনে চলবেন প্রতিশ্রুতি দিয়ে। তাহলে আপনি তো দায়বদ্ধ তা (রাজনৈতিক দর্শন) মেনে চলার জন্য। আর না চললে তো মানুষ সমালোচনা করবেনই।
সুতরাং হয় আপনার সমালোচনা সহ্য করতে হবে, না হলে শুধরে নিতে হবে।
আপনার দল নেতাজির রাজনৈতিক দর্শনের বিপরীত মেরুতে অবস্হান করার দর্শনে বিশ্বাসী। তাহলে আপনারা কী করে তাঁর ইমেজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন? এগুলো তো মানুষকে ধোকা দেওয়া এবং সর্বপরি ওই বিপ্লবী বীর সন্তানকে অপমান করার শামিল হয়ে দাঁড়ায়। তিনি যে ব্যবস্থা (ধনতান্ত্রিক ব্যবস্থা ও সাম্প্রদায়িক বিভেদ নীতি) পছন্দ করতেন না সেই ব্যবস্থা কায়েম করার জন্যই তাঁকে ব্যবহার করা তো ঘোরতর অন্যায় এবং অসম্মানজনক।
উৎস জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন