Tapas Das অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার মতামত জেনে ভালো লাগছে, এ কথা অস্বীকার করবো না।
কিন্তু আসল কথা কি জানেন, আমরা প্রত্যেকেই পরস্পরের শিক্ষক। শুধু তাই নয়, প্রকৃতিই আমাদের সবচেয়ে সম্মানিত শিক্ষক। কারণ, তার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করি (যেটাকে স্বামী বিবেকানন্দ স্বশিক্ষা বলেছিলেন) । আমরা যখন স্কুলে পড়াই, ( যদিও ব্যক্তিগতভাবে 'পড়াই' শব্দটা ব্যবহারের আমি পক্ষে নই) অর্থাৎ পড়তে সাহায্য করি, তখন এ কথাটাও আমি ভুলি না যে, সামনের হাঁ করে বসে থাকা ছেলে বা মেয়েটা, যে আমাকে সবজান্তা ভেবে শ্রদ্ধা করে, তার কাছ থেকেও আমার শেখার আছে।
সুতরাং.......... আমরা প্রত্যেকেই প্রত্যেকের শিক্ষক।
ভালো থাকুন। সাবধানে থাকুন। যে যেভাবে পারি, যতটুকু পারি, আসুন জাত-ধর্ম নয়, মানুষের পাশে থাকি।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন