আমার প্রতি আপনার গভীর ভালবাসা এবং শ্রদ্ধার কথা জেনে আমি আপ্লুত।
আপনার মধ্যেও যে ধর্মনিরপেক্ষ মনোভাব, বিজ্ঞানমনষ্কতা, ইতিহাসবোধ ও সর্বোপরি মানবিক মূল্যবোধের পক্ষে থাকা মনোভাব লক্ষ্য করেছি, তা আমাকে মুগ্ধ করে।
আপনাদের মত মানুষ আজকের জগতের জন্য খুব জরুরী। মানুষই একজন মানুষের সবচেয়ে বড় এবং একমাত্র পরিচয় হওয়া উচিৎ, এই ভাবনা থেকে আমি, আপনি, অন্য কেউ কোনদিন যেন বেরিয়ে না আসি, সেটাই আমাদের শপথ হোক।
যারা সত্যকে মিথ্যার মোড়কে ঢেকে তাকে হেনস্থা হতে দেয় না, বা মিথ্যাকে সত্যের মোড়কে আনার বিপক্ষে মুক্তকন্ঠে প্রতিবাদ করেন, আপনাকে তাদেরই একজন বলে মনে হয় আমার। তাই আপনার প্রতি আমার দুর্বলতাও কম নয়।
আমি চাই, আপনি আমাদের পাশে থাকুন। এবং সত্যকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করুন, আপনার সমর্থন ও সহযোগিতা অক্ষুন্ন রেখে।।
ভালো থাকুন, ভালোবাসা নিন। সাবধানে থাকুন। আপনার আমন্ত্রণ গ্রহণ করে আমি সম্মানিত বোধ করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন