মোয়াজ্জেম ভাতা ও পুরোহিত ভাতা
এক ভুলের ক্ষত ঢাকতে আর এক ভুল। মোয়াজ্জেম ভাতা'র মোকাবেলায় পুরোহিত ভাতা।
Nazrul Islam Molla অনেকেই সেটা জানে। কিন্তু সরকার সেকথা স্পষ্টভাবে এবং খোলাখুলিভাবে প্রকাশ্যে বলে না। এই না বলাটা একটা সমস্যা।
দ্বিতীয়তঃ সরকারের ওয়াকফ সম্পত্তি থেকে পাওয়া টাকা সংখ্যালঘু মানুষের শিক্ষার বিস্তারে খরচ করা উচিত ছিল। তা না করাটাও ভুল।
ধর্মগুরু তথা ধর্মব্যবসায়ীদের ও তার সাঙ্গপাঙ্গদের খুশি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এভাবে ভোটে হয়তো জেতা যায়, কিন্তু দেশের কল্যাণ হয় না। সংখ্যালঘুদের প্রকৃত অর্থে কোন লাভ হয় না
Tapas Das অত্যন্ত বিপদজনক প্রবণতা। এযুগের দাবি ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। এ দুটো সম্পূর্ণ আলাদা খাতে প্রবাহিত হওয়ার বিষয়। সময়েরই দাবি এটা। এই দাবি অস্বীকার করে এদুটোকে মেশালে বিপদজনক সংঘাত অনিবার্য।
প্রত্যেক ধর্মসম্প্রদাযের মানুষকে এটা বোঝাতে হবে, বুঝতে হবে। তা না হলে কোন সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকতে পারবেন না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন