Debdip Dutta রাজনৈতিক শিক্ষা যাদের আছে অর্থাৎ শিক্ষিত মানুষেরা কখনো কোন ব্যক্তির বিরুদ্ধে যায় না, আবার তার পুজোও করে না (ব্যক্তির পুজো না।)
রাজনৈতিকভাবে শিক্ষিত মানুষেরা তাই ব্যক্তিমানুষের নয়, তার সরকারের নীতির বিরোধিতা করে।
সুতরাং বুঝতেই পারছিস আমি তো অশিক্ষিত নই। তাই ব্যক্তি মোদির বিরোধিতা আমি করিনা, তার পূজাও করি না। অর্থাৎ আমি তার ভক্ত নই।
মোদির সরকারের যে নীতি, আমি তার বিরোধিতা করি। উপরের পোস্টারে তার সরকারের যে নীতির উদাহরণ তুলে ধরা হয়েছে, আমি ওই নীতির অবশ্যই বিরোধী। ওটাকে ভন্ডামি বলে।
আর শিক্ষিত মানুষ এই ভন্ডামি কখনো সমর্থন করতে পারে না, তা মোদি করলেও পারবেনা। রাহুল গান্ধী করলেও পারবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় করলেও পারবেনা। বা বা অন্য কোন নেতা করলেও নয়। যদি কেউ করে, তাহলে সে রাজনৈতিকভাবে অশিক্ষিত মানুষ। আর এই অশিক্ষিত মানুষ গুলোর জন্যই দেশের নেতারা ভন্ডামি করে যাচ্ছে নিশ্চিন্ত মনে।
প্রকৃত রাজনৈতিক শিক্ষা যার মধ্যে ঢোকে, সে পরিষ্কার বুঝতে পারে, যে ব্যক্তি সেখানে একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। মোদি বিজেপি সরকারের এমনই একটি অস্ত্র। তার বিরোধিতা করে কোন লাভ হয় না। মোদি যে সরকার চালাচ্ছে সেই সরকারের একটা নির্দিষ্ট এজেন্ডার কর্মসূচি আছে। সেই কর্মসূচি সম্পর্কে মানুষ সচেতন না হতে পারলে মানুষ মোদির বিরুদ্ধে ভোট দেবে না। মোদী আজ আছে, কাল অন্যজন আসবেন। কিন্তু বিজেপির কর্মসূচি ছিল, থাকবে। সেই কর্মসূচির বিরোধিতা করা, সেই কর্মসূচির ভন্ডামির বিরোধিতা করা, এবং তাদের কর্মসূচি সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক তা বোঝানোর জন্য বিজেপির নীতিগুলির বিরোধিতা করাই হচ্ছে আসল কাজ। শিক্ষিত মানুষ তাই মানুষের বিরোধিতা করে না, বিরোধিতা করে সেই নীতি এবং কর্মসূচির, যা ওই মানুষটাকে পরিচালিত করছে। এই নীতির কার্যকারিতা হারালে, ওই নেতার আর কিছু করার থাকে না। তিনি মূল্যহীন হয়ে যান। সুতরাং মোদির বিরোধিতা বলে কিছু হয় না। হয় মোদির সরকারের নীতি ও কর্মসূচির বিরোধিতা।
বাকি কথাগুলো পোস্টের শুরুতেই বলে দিয়েছি।
তোর প্রশ্ন শুনে মনে হল, এই রাজনৈতিক শিক্ষাটা (যা অধিকাংশ ভারতীয়দের এই মুহূর্তে যথেষ্ট কম ) তোর মধ্যেও এখনো ঠিকঠাক ঢোকেনি। ঢুকলে এই প্রশ্নটাই করতিস না।
তবে, আমি তোর প্রশ্ন করাটাকে ভুল বলছি না। কারণ প্রশ্ন না করলে আমি তোর এই ভুলটা ভাঙিয়ে দেয়ার সুযোগ পেতাম না। তবে, তুই আমার ব্যাখ্যা সমর্থন করবি কি করবি না, সেটা একান্তই তোর ব্যাপার।
বুঝলি?
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন