Biru Barman আমি মন্তব্য করার আগে তার ওয়ালটা ভালো করে দেখে নি। আপনাকে দেখেছি। দেখেছি বলেই মন্তব্য করেছি।
আমিই বা কখন বললাম যে আপনি 'ভিন রাজ্যের ধর্ষণের বিরোধিতা করেছেন'? অনুগ্রহ করে আর একবার আমার মতামতটা পড়ুন।
মাথা ঠান্ডা করে দেখুন, আমার বক্তব্য ছিল 'ধর্ষণের নিন্দা করা'কে আর একটা ধর্ষণের উদাহরণ টেনে 'নিন্দা করা'কে বিরোধিতা করা।
আর বাংলার ধর্ষণের নিন্দা করে একটা উদাহরণ দিতে বলছেন? এবার আমি আপনাকে বলি, আমার ওয়াল ঘুরে আপনি কটা ভিন রাজ্যের ধর্ষণের বিষয় পোস্ট করেছি দেখাতে পারবেন? সম্ভবত পারবেন না। আমি এ বিষয়টা নিয়ে সাধারণত নিজের উদ্যোগে চর্চা করি না। এটা আমার একটা নিজস্ব চিন্তাভাবনা। আপনার দৃষ্টিভঙ্গিতে হতে পারে সেটা ভুল। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে এটা নিয়ে ফেসবুকে চর্চা করায় আমার অনীহা আছে। আমি মনে করি ধর্ষণ একটা অর্থ-সামাজিক সমস্যা ও তার থেকে সৃষ্ট একটি মানসিক ব্যাধি। তাই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে দাপাদাপি করলে ধর্ষণকারীর মনের উপর তার কোনো প্রভাব পড়েনা। কোন ফলও হয় না। উল্টে বহু মানুষ বিশেষ করে কিশোর বয়সের ছেলেমেয়েরা এই বিষয়টি নিয়ে অত্যধিক উৎসুক হয়ে ওঠে, এবং তার বিকৃত ও রসালো চর্চা শুরু হয়। একজন ধর্ষণকারীর বিরুদ্ধে ফেসবুকে চর্চা করার চেয়ে তার মানসিক রোগের এবং আর্থিক সমস্যার সমাধানের চেষ্টার বিষয়ে আলোকপাত করা বেশি করে জরুরি। আমার বক্তব্য শুনে আপনি হাসতে পারেন। কটাক্ষ করতে পারেন। আবার উপেক্ষাও করতে পারেন। আমার আপত্তি নেই। আমি রেগে যাব না আপনার মত। আমি মনে করি এগুলোও এক ধরনের মানসিক সমস্যা। আমি আমার ভাবনাটাকে পরিষ্কার করলাম।
ভাল থাকুন, সুস্থ থাকুন। এবং অবশ্যই সাবধানে থাকুন।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন