Arobindo Lahori সাথি, আপনি তো আমার বন্ধু তালিকায় নতুন এলেন। ধৈর্য ধরে থাকুন। যারা যারা হা হা রিয়েক্ট করেছেন, তাদের লিস্ট-এর একটা স্ক্রিনশট নিয়ে রাখুন।
তাদের নাম গুলো পড়ুন। স্মৃতিতে ধরে রাখুন।
এরপর তারা আমার আগের পোষ্ট গুলোতে কোন কোন ক্ষেত্রে কি কি বোঝাতে হা হা পোস্ট করেছেন একটু মিলিয়ে নিন।
আর অপেক্ষা করতে থাকুন যে এঁরাই আগামীতে আমার কোন কোন পোস্টে হা হা রিয়্যাক্ট করেন।
এই দুটোকে সংগ্রহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, আপনার কাছে হা হা রিয়াক্টএর যে মানে, তাদের কাছে তা নয়। হ্যাঁ দুই-একজন তো ব্যতিক্রম থাকবেনই। সবাই কি আর আমার মতের সঙ্গে একমত হবেন? আমি সেই দাবি কি করতে পারি? পারিনা।
আচ্ছা, এবার এককাজ করুন, লাইক আর লাভ রিঅ্যাক্ট করেছেন কতজন সেটা একরা গুনে দেখুন তো? আর তাঁদের রিয়াক্ট গুলোর মানে কি হতে পারে! সেগুলো একটু ভেবে দেখবেন। তারপর না হয় সিদ্ধান্ত করবেন!
আপনি নতুন বলে আপনার একটু সমস্যা হচ্ছে বুঝতে। আস্তে আস্তে সব বুঝে যাবেন।
পোস্টটার মধ্যে যে রাজনীতি রয়েছে সেটা তাহলে সত্যি সত্যিই আপনি বুঝতে পারেন নি? তাহলে এটা আমার ব্যর্থতা। কিন্তু দুর্বলতা নয়। আমি তো বুঝতে পারিনি যে, আমার বন্ধু তালিকায় যাঁরা রয়েছেন, নতুন এবং পুরাতন, তাদের কেউ কেউ শ্লেষ বলে যে বাংলায় ভাবপ্রকাশের একটা রূপ আছে, যার উপরে থাকে এক কথা কিন্তু ভিতরে থাকে অন্য কথা, এটা বুঝতে পারেন না। আমি সত্যিই দুঃখিত। আমি আপনার বোঝার মত করে কথাটা বলিনি বলে।
তা এবারে বুঝতে পারলেন তো? বিষয়টা এবার ভেঙে দিলাম। এবারেও যদি না বুঝতে পারেন তো আমাকে জানাবেন কিন্তু। আমি আর একটু ব্যাখ্যা করে দেবো।
আসলে হাইলাইট পোস্ট এর ক্ষেত্রে অক্ষর সংখ্যা বেঁধে দেয়া থাকে তো, তাই অতিরিক্ত শব্দ দিয়ে ব্যাখ্যা করে বলার সুযোগ থাকে না।
আপনি আর একটা কাজও করতে পারেন। অন্যান্য যে সমস্ত শ্রদ্ধেয় মানুষজন আমার পোস্টে মন্তব্য করেছেন, তাদের মন্তব্য গুলো একটু পড়ুন। তারা অনেকটাই ভেঙে বলার কাজটা করে দিয়েছেন।
ভাইরে, বাংলাদেশে থেকে কিভাবে বুঝবেন, যে কত বছর ধরে মন্দির মসজিদ এর বিপরীতে আধুনিক শিক্ষা, চিকিৎসা, মানুষকে শিক্ষিত করে তোলার দাবিতে এ দেশে আন্দোলন চলছে? আজ ফেসবুকের কল্যাণে একটু একটু করে জানতে পারছেন। আরো অনেক বেশি বেশি করে ভারতীয় ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল মানুষদের সাথে বন্ধুত্ব করুন, তাহলে তার ইতিহাস একটু একটু করে জানতে পারবেন।
না জেনে মন্তব্য করাটা, নিজেকে নিজেই অপমান করার শামিল হয়। আশা করি বোঝাতে পেরেছি।
তবে একটা কথা আপনি ঠিকঠাক বলেছেন। আজকাল কোন কোন দেশে ( যে কোন দেশে নয়) নিজেদের রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দলগুলি ধর্মকে ব্যবহার করছেন এবং ধর্মের অবমাননা করছেন। আমাদের যাবতীয় বক্তব্য এটাকে বিরোধিতা করেই করা। এটাকে মানা যায় না। আপনি যদি এ ব্যাপারে আমার সঙ্গে একমত হন, তাহলে বলি, আমাদের বোঝাবুঝিতে আপনার একটু সমস্যা হচ্ছে। যদি তাই হয়, তাহলে আপনাকে বলি, ভাববেন না, আপনি আমাদেরই লোক। আরেকটু সচেতন ভাবে পোস্ট গুলো পড়ুন আমি বা আমার বন্ধুবান্ধব যারা আছেন তাদের মন্তব্যগুলো ধৈর্য ধরে পড়ুন, বুঝে যাবেন।
শেযে একটু সাবধান করে দি। আপনি মানুন আর নাই মানুন, আমি একজন ভদ্র লোক, শিক্ষিত মানুষ বলে নিজেকে দাবী করি। আমি বিশ্বাস করি এই ধরনের মানুষের সঙ্গে কথা বলতে গেলে ভদ্রতার মাপকাঠিটার একটু মান্যতা দিতে হবে। এইযে '...... ছিঁড়তে না পেরে' শব্দগুচ্ছ ব্যবহার করেছেন ওগুলো আর করবেন না। আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। যদি আবারো এ ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করার ইচছা আপনার থাকে, তাহলে বিনযের সঙ্গে অনুরোধ করবো, আমার সঙ্গ আপনি ছেড়ে দিন।
ঠিক আছে? ভালো থাকুন। সাবধানে থাকুন। আর অবশ্যই মানুষের ভালোর জন্য ভাবুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন