সুপ্রিয় ছাত্র-ছাত্রী,
স্বাধীনতা দিবসে আমার ভাবনা তোমাদের জন্য শেয়ার করলাম। গতকাল এই মূল্যবান দিনটি সম্পর্কে ভেবেছি এবং লিখেছি। আজ তা তোমাদের কাছে পৌঁছে দিলাম।
দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের জন্য সারা জীবন কাজ করে যাওয়াই আসল দেশপ্রেম। আশা করি আমরা এ কথা মাথায় রেখেই কাজ করে যেতে পারবো।
আর তা যদি পারি, তবেই এদেশ একদিন শোষণ বঞ্চনাহীন আদর্শ দেশ হিসেবে গড়ে উঠবে। এই লক্ষ্যে কাজ করে যাওয়াই স্বাধীনতা দিবসের প্রথম এবং প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে স্থির থাকতে পারলেই গড়ে উঠবে শোষণ বঞ্চনাহীন, জাতিবিদ্বেষহীন, সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক বৈষম্যহীন এক আদর্শ ভারতীয় সমাজ।
এই শপথ যদি আমরা আজ নিতে পারি, তবেই এইদিনটি পালন সার্থক হয়ে উঠবে।
আমাদের প্রতিদিনের কাজ হোক এই স্বপ্নের ভারতীয় সমাজের পুনর্গঠনকে সামনে রেখে। প্রতিদিন হোক আমাদের স্বাধীনতা দিবস। প্রতিদিন হোক স্বাধীনতা সংগ্রামের দিন।
আর এই কাজ করতে গেলে, সবার আগে শুরু করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা। পড়াশোনাই পারে আমাদেরকে সুশিক্ষিত করে তুলতে। আর একজন সুশিক্ষিত ও স্বশিক্ষিত মানুষই পারে সমাজ পরিবর্তনের কান্ডারী হতে।
তোমাদের প্রত্যেককেই এক-একজন সুশিক্ষিত কান্ডারী হতে হবে। এবং ভারতীয় সমাজকে আধুনিক, প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক করে তোলার প্রতিদিন ও বিরামহীন চেষ্টা করে যাওযা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন