Tapas Das বলব, বলার পরেও এ কথার কোন মানে আছে?
আপনার চোখে না পড়ার মানে তো এ হতে পারে না যে আমি বলিনি। হয় কী?
আমার নির্দিষ্ট একটা অবস্থান এবং কৌশল আছে। আর সে কৌশলকে আমি গোপন রাখি না আপনার কাছে। আমি বারবার সে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনি বোঝেন নি। কারণ আপনার মাথায় গেঁথে রয়েছে আমি তৃণমূলের পক্ষের লোক।
রাজনীতি অতটা সোজা না, এটা আপনার মাথায় রাখা উচিত। জগতে যত কঠিন বিষয় আছে, রাজনীতি তার মধ্যে প্রথম সারিতে পড়া একটা অন্যতম বিষয়। এটা ঠিকঠাক বুঝতে গেলে, রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসটা ভালো করে আত্মস্থ করতে হয়। মনে হল আর বলে দিলাম, কানে এল আর শুনে নিলাম, এটা খুব কাঁচা রাজনীতির কাজ। এতে শত্রুর চেয়ে নিজের ক্ষতিটা বেশি হয়। এটা যেদিন বুঝবেন, সেদিন আমার কথার মানে বুঝতে পারবেন। অনুগ্রহ করে ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আপনার কথার প্রেক্ষিতে কথাগুলো এল, তাই বললাম।
আপনার বোধ হয় জানা নেই, এই তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুই পিঠ। এরা একে অপরের পিঠ বাঁচিয়ে চলে। আমার এই কথা শুনে হয়তো ভাবছেন যে, এই কথাটাই তো আমি বলি, আপনি মানতে চান না। কেন মানি না জানেন? মানি না এই কারনে যে, আপনার পলিসি বড় শত্রুকে দিয়ে ছোট শত্রুকে মারবেন। তারপর বড় শত্রুকে মারবেন। এটা ভুল পলিসি। ছোট শত্রুকে বদ করার জন্য জন্য বড় অস্ত্র ব্যবহার করাটা ভুল। যার জন্য কালিপটকা প্রয়োজন, তার বিরুদ্ধে যদি পরমাণু বোমার ব্যবহার করি, আর যার জন্য পরমাণু বোমা দরকার, তার জন্য যদি কালিপটকা ব্যবহার করি, তাহলে কি ক্ষতি হতে পারে তা যদি ভাবতে পারেন তাহলেই বুঝতে পারবেন।
আমি আপনাকে আগেও বলেছি বিজেপির আসল শত্রু তৃণমূল নয়, আসল শত্রু বামপন্থীরা। তৃণমূল চলে যাবে আর বিজেপি আসবে, তাতে তৃণমূলের কিচ্ছু হবে না। যেটা হবে সেটা হল আপনার অস্তিত্ব বিপন্ন হবে। আপনার আগে যে বাম বিশেষণটা আছে না, ওর তালায় একটা ফোটা দিয়ে নিতে হবে। না হলে ওই বিশেষণটাই মুছে যাবে।
কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমাদের হয়েছে তাই। তৃনমূল আর বিজেপির অর্থনৈতিক নীতি এক। ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপির বিরুদ্ধে বলে। ক্ষমতা হারালে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে। তখন আপনি কোথায় যাবেন?
পৃথ্বীরাজ চৌহানকে শায়েস্তা করার জন্য বিদেশি শক্তিকে ডেকে আনার ফল কি হয়েছিল তা যদি আপনার মাথায় থাকতো, তাহলে বুঝতে পারতেন। ঘরের বিড়ালের ভয়ে বাইরের বাঘ ডেকে আনার পরিণতি কী হয়।
আমি এমন ভাবে কোনো কথা বলবো না, যার মাধ্যমে ছোট শত্রু তো মরবে না, উল্টে বড় শত্রু শক্তিশালী হয়ে উঠবে। আর আপনি ঠিক এর উল্টো কথা বলেন। যাতে বড় শত্রু অ্যাডভান্টেজ পায়। আর কেন আপনি সেটা করেন তা আমি বুঝি না, সেটা ভাববেন না।
যাই হোক, যুক্তি দেয়ার মত থাকলে নিশ্চয়ই দেব। আর আপনার দায়িত্ব হচ্ছে সেই যুক্তিটা যে ভুল তাও যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করা। আপনি যদি না পারেন, তাহলে সেটা আপনার দুর্বলতা। আমার নয়। আর তার ফলে সত্য মিথ্যা, আর মিথ্যা সত্য হয়ে যাবে না।
আসুন এক এক করে তুলে ধরুন। মিথ্যা দিয়ে রাজনীতি করি না। কারণ আমি রাজনৈতিক লিডার নই। আমি সাধারন নাগরিক সমাজের একজন। আমার কাজ রাজনৈতিক দলগুলোর ঠিককে ঠিক বলা, আর ভুলকে ভুল বলে মানুষকে সচেতন করা আর তাদের কাছ থেকে সচেতন হওয়ার রসদ সংগ্রহ করা।
আমার মত, অপেক্ষাকৃত ভয়ঙ্কর শক্তিকে মারার জন্য অধিক শক্তি ব্যয় করা। ইদানিং বামপন্থীরা সেটাই করছেন। আমি আশাবাদী। আমার এই মতের সঙ্গে আপনি একমত নন এটা আমি জানি। আপনি বড় দানবকে ডেকে এনে বিড়ালকে মারতে চান। আমি আগেও বলেছি এখনও বলছি, ছোট এবং বড় শত্রুর মোকাবেলা করার জন্য উপযুক্ত অস্ত্র ব্যবহার করতে হবে এবং গুরুত্ব দিতে হবে আগে দানবকে ঠেকানো। না হলে যাকে ডেকে আনবো, সেই দানবই একদিন আমাকে খেয়ে ফেলবে।
লুকিয়ে চুরিয়ে কোন কথা আমি বলি না। যুক্তি দিয়ে বোঝান, আমার বক্তব্য ভুল। তথ্য দিয়ে দেখান কোন সরকার কতটা মুসলমানদের অন্যায় ভাবে তোষণ করছেন।
তারপর আমি এক এক করে তুলে দেখাবো যে তৃণমূল কিভাবে মুসলিমদের নয়, হিন্দু সম্প্রদায়কে তোষণ করে চলেছে। আমি সাধারণত এই বিষয়গুলি এই প্লাটফর্মে তুলতে চাই না নির্দিষ্ট কারণে। তা আপনি যদি দেখাতে পারেন মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার জন্য, তাহলে আমিও দেখানোর একটা সুযোগ পাই, কে কাকে তোষণ করে চলেছে।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন