অমিত শাহ করোনা আক্রান্ত। যারা আনন্দ(মৃত্যু কামনা) করছেন তারা মুর্খামি করছেন। অমিত শাহ একজন ব্যক্তি। ফ্যাসিবাদ একটা মতবাদ। একজন ফ্যাসিবাদী মারা গেলে ফ্যাসিবাদের কিছুই যায় আসে না। তার জায়গা পূরণ করার জন্য অনেক লোক আছে। তাই লড়াই অমিত শাহের সঙ্গে নয়। লড়াই ফ্যাসিবাদের সঙ্গে।
প্রকৃত যোদ্ধা কখনো কোনো ঢাল-তলোয়ারহীন মানুষকে মারতে পারেনা। করোনা আক্রান্ত অমিত শাহ যদি মারা যান তিনি এমনই একজন মানুষ যিনি প্রকৃতির কাছে কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন। এর জন্য ফ্যাসিবাদবিরোধী মানুষের যুদ্ধ জয়ের আনন্দ লাভ করাটা বড়ই হতাশাজনক।
তাই অমিত সাহা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মানুষ হিসাবে এটাই কামনা করি।
-----–---------
সাথি, এক অমিত শাহের মৃত্যু হলে হাজার অমিত শাহ আরএসএস এর কারখানা থেকে জন্ম নেবে।
সুতরাং কারখানার দরজা কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে ভাবতে হবে আমাদের।
তবে হ্যাঁ আপনি যদি সম্মুখসমরে অথবা ভোটের লড়াইয়ে খতম করতে পারেন, তবেই আপনার কামনা বাস্তবিক হবে।
করোনার মৃত্যু জন্য আপনার-আমার কোনো কৃতিত্ব নেই। এটা কোন বৈপ্লবিক মৃত্যু নয়। করোনার সঙ্গে আলাদা লড়াই মানুষের। আমাদের গুলিয়ে ফেলা উচিত নয়।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন