M.K. Ray Chaudhury সাথি, আপনি বোধ হয় প্রথম এলেন আমার ঘরের ওয়ালে।
প্রথমে আপনাকে স্বাগত জানাই।
তারপর আপনার প্রশ্নের জবাব। আপনি সঙ্গে থাকুন আস্তে আস্তে দেখতে পাবেন ইসলামী মৌলবাদ এবং হিন্দু মৌলবাদ দুটোকেই সমানভাবে ঘৃণা করি, যেটা বোধহয় আপনি পারেন না। আপনার হয়তো একটার প্রতি ঘৃণা আছে আর অন্যটার প্রতি সহানুভূতি আছে। তাই একটা নিন্দা করতে দেখে আর একটা অপরাধ কে সামনে এনে প্রথমটাকে বৈধতা দেয়ার চেষ্টা করছেন।
একেবারে যুক্তি বুদ্ধি নেই ভাববেন না। ফ্যাসিবাদ, মৌলবাদ, ধর্মের নামে জেহাদ যারা করে তাদের পক্ষে আমি না।
মুসলিম নাম দেখেই আপনি বুঝে ফেললেন আমি ইসলামিক জেহাদি কে সমর্থন করবো, তাইনা? বলিহারি আপনার বিবেচনাবোধ, আর আপনার শিক্ষাকে।
এই মানসিকতাই সংকটের মূল কারণ। আপনি আপনার প্রতিবেশীকে অন্য ধর্ম অন্য ধর্মের মানুষ বলে বিশ্বাস করতে পারেন না। এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি সংখ্যাগুরু হয়ে যদি সংখ্যালঘুদের প্রতি বিশ্বাস রাখতে না পারেন, তাহলে সংখ্যা লঘুরা আপনার উপর বিশ্বাস কিভাবে আনবেন?
আশাকরি আপনার বিদ্যা বুদ্ধি যুক্তি বুদ্ধি এই প্রশ্নের উত্তর খুঁজে দেবে।
আপনার কাছে অনুরোধ থাকলো সরকার ঘোষিত মাদ্রাসাগুলিতে যদি সত্যিই ইসলামিক জিহাদি তৈরি হয়, ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি নজরে আনুন। আমি আপনার সঙ্গে আছি।
এবার আপনি বলুন আর এস এবং বিজেপি মিলে সংখ্যালঘু এবং দলিতদের উপর যে অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার সঙ্গে একমত কিনা।
যদি একমত হন তাহলে বুঝবো আপনার মন্তব্যের মধ্যে সততা আছে। আর যদি আর যদি না পারেন আমার ওয়ালে এসে অযুক্তিক মন্তব্য করে আপনার কার্যসিদ্ধি হবে না।
ভালো থাকুন। সাবধানে থাকুন। আর মানুষকে শুধুই মানুষ বলে ভাবতে শিখুন।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন