করোনার কারণেই, শাসকের পৌষ-মাস
মাস আসে মাস যায়
কাজিতে না কাজ পায়
হাভাতের হাঁড়িতেই
ঘন কালো কালিতেই
লেখে রাজা কপালে শাসিতের সর্বনাশ।
শাসকের শাসনে, পুঁজি ভাসে ভাষণে
কাঙালের শ্বাস বেঁধে
রাজা যায় নাকী কেঁদে
কাঙালের নাম গায়
পুঁজি-সেবায় বসে যায়
গরিবের ঘমে ভেজা পাঁজরের আসনে।
স্বর্গের শিঙা বজায় পাঁজরের আসনে
হাড়িতে যে মাছি ওরে
পুঁজিবাদীর পৌষ-মাস
আম-আদমির নাভিশ্বাস।
ভন ভন মাছিতেই
করোনার কারণে রাজা কেমন হাসে
ময়ূর খাওয়ায় ময়ূর নাচায়
রোজার সর্বনাশে
করোনার ফলাফল :
করোনার কারণে শাসকের পৌষ, মাস শাসিতের সর্বনাশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন