Arobindo Lahori বাহ ! জেনে ভালো লাগছে যে, আপনি এবার বুঝতে পারছেন, ঠাকুরের পায় এক টাকা ছুঁড়ে দিয়ে বাহাদুরী করা যায় না। এটাও নিশ্চয়ই বুঝেছেন, যে মন্দির মসজিদে ভক্তি দেখিয়ে রোগমুক্তিও হয় না। আর মন্দির বানিয়েও কোন লাভ নেই। তার জন্য ডাক্তারের প্রয়োজন হয়, হাসপাতালের প্রয়োজন হয়।
এটা যে বুঝেছেন, এবং মন্দিরের সঙ্গে রোগমুক্তির সম্পর্ক সম্পর্কে আপনার যে মোহভঙ্গ হয়েছে, জেনে ভালো লাগছে।
আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমরা ঠাকুরের পায়ে পয়সা ছুঁড়ে বাহাদুরি দেখাই? তাও আবার বাংলাদেশে থেকে?
ডাক্তাররা রোগীদের আর্থিক ক্ষতির মুখে ফেলে দিচ্ছে সেটা আমাদের চোখে পড়ে না, সেটাই বা কী করে বুঝলেন? জাদু-টাদু জানেন নাকি? আমি আবার জাদু-টাদু তে বিশ্বাস করিনা। ফলে এই ক্ষমতাটা আমার নেই; মানে শেখা হয়নি আর কি!
ডাক্তারদের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন তো করতেই হবে। আমাদের এখানকার রাজ্য সরকার সে চেষ্টা করছে শুনছি, জনগণের প্রতিবাদের কারণে। আপনারাও আপনাদের ওখানে করুন। আমরা কি বারণ করেছি?
আচ্ছা, ডাক্তারদের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হলে হাসপাতাল এমনি এমনি তৈরি করবে সরকার? এ তো জাদুর কথা বলছেন আপনি। প্লিজ একটু ব্যাখ্যা করুন না, এটা কীভাবে কাজ করে? আমরাও তাহলে করবো। সত্যি বলছি, আমরা বোকাসোকা মানুষ তো, এই যাদুবিদ্যাটা বিশ্বাস না করার কারণে শেখা-ই হয়ে ওঠেনি। প্লিজ আমাদের একটু জানাবেন কিন্তু। এমনি এমনি হাসপাতাল হয়ে যাওয়ার এই জাদুটা আমাদের খুব দরকার। আমাদের দেশের জনসংখ্যার অনুপাতে ডাক্তার এবং হাসপাতালের সংখ্যা ভয়ঙ্কর কম। সরকার সেদিকে কোন মতেই নজর দিচ্ছে না। আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এখন আপনি যদি এই জাদুটা আমাদের শিখিয়ে দেন, তাহলে আমাদের খুবই উপকার হয়। আপনি তো আমাদের প্রতিবেশী তাই না? এইটুকু উপকার নিশ্চয়ই করবেন।
অপেক্ষায় রইলাম।
ও হ্যা! আমি কিন্তু স্বীকার করেই নিয়েছিলাম যে, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। সুতরাং আমার কাছ থেকে আপনার কিছুই শেখার নেই, নতুন করে আবার বলে কষ্টটাকে আরও বাড়িয়ে দেন কেন! কাউকে কষ্ট দিতে আপনার এতো ভালো লাগে😭😭
আর একটা কথা। আমার আবার বোধশক্তি কিন্তু কম। আপনি তো সেটা জানেনও। তাই সেটা মাথায় রেখে একটু বুঝিয়ে, সহজ করে জানাবেন কিন্তু যাদুবিদ্যাটা। আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।😘😘😘
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন