Bishal Paul বাহ! আপনি তো মনে হচ্ছে রিসার্চ করেছেন প্রেমজিকে নিয়ে। ভালো। আচ্ছা স্বাধীনতা তো সাত দশক পার করলো। অনেক মানুষই তো দেশের টাকা, দেশের ব্যাংকের টাকা লুট করে কেটে পড়লো। বিদেশে কালো টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। এগুলো তো হামেশাই করা যায়? যায়না? এদের নিয়ে কোনদিন রিচার্জ করেছেন? তারা কেটে করলো কেন?
যদি করেন একটু ব্যাখ্যা দিতেন সমৃদ্ধ হতাম আর কি!
আচ্ছা, প্রেমজি তাঁর ব্যবসা গুলো আস্তে আস্তে বিক্রি করে দিয়ে পাকিস্তান বা অন্য কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিংবা অন্য কোনো ধনী দেশে চলে যেতে পারতেন না? গিয়ে সেখানে ব্যবসা করতে পারতেন না? করলে ঠিক কতটা ক্ষতি হতো প্রেমজি?
প্রেমজি এখন পারেন না, অন্য জায়গায় চলে যেতে? গেলে কিভাবে কতটা লস হবে? বছরে যত টাকা তিনি দান করেন, তারচেয়েও বেশি লস হয়ে যেত?
একটু রিসার্চ করে দেখুন তো? কি কারণে তিনি তা করেন না?
আচ্ছা দেশের অন্যান্য ধনী ব্যক্তিরা রাম মন্দির নির্মাণে যত কোটি টাকা ডোনেশন দিয়েছেন, তেমন করে প্রেমজি শুধুমাত্র মুসলিমদের জন্য এমন একটা পৃথিবী বিখ্যাত বড়ো মসজিদ তৈরি করে দিতে পারতেন না? আচ্ছা দিলেন না কেন? এটাও একটু রিসার্চ করে দেখবেন?
আচ্ছা আপনার রিসার্চ এর মধ্যে এই হিসাব কি আছে, যে, ভারত থেকে কত মানুষ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে চলে গেছিল? আর তারা কি সব গরিব মানুষ ছিল? এখানে যাদের কিছু ছিল না, তারাই বুঝি শুধু গেছিল? এটাও একটু রিসার্চ করে জানাবেন। খুব জানতে ইচ্ছে করে?
এগুলোর উত্তর পাওয়ার পর আপনাকে আরও কিছু প্রশ্ন করব। আশা করি আপনি সেসব প্রশ্নেরও উত্তর হামেশাই দিয়ে দিতে পারবেন। আপনি যে বিরাট রিচার্জ করে ফেলেছেন, তাতে এটা তো আপনার ছেলের হাতের মোয়া। ঠিক বলিনি?
পাকিস্তানের না যাওয়ার যে কারণ আপনি উদঘাটন করেছেন সেটা কোনো ছোটখাটো রিচার্জ নয় কিন্তু! আর এমন রিসার্চ যখন করতে পেরেছেন, তখন আমি যে প্রশ্নগুলো করলাম এর উত্তর তো আপনি একঘন্টা রিচার্জ করেই বের করে ফেলতে পারবেন। তাই না?
প্লিজ একটু ঝটপট করে ফেলুন তো? অপেক্ষায় রইলাম।
প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন